www.wonferful-bangladesh.com একটি অলাভজনক ডিজিটাল তথ্য সরবরাহকারী পোর্টাল। আমরা ২০১২ সালে আমাদের কার্যক্রম শুরু করি। অনন্য ভৌগলিক, প্রাকৃতিক, জনতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ বাংলাদেশকে পৃথিবীর সামনে উপস্থাপন করার উদ্দেশ্য নিয়েই এই পোর্টালের কার্যক্রম শুরু হয়। এর পাশাপাশি বর্তমানে আমরা পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন নিয়েও কাজ করছি।
আমাদের লক্ষ্যঃ
১। বাংলাদেশের প্রাকৃতিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে দেশে বিদেশে পরিচিত করানোর মাধ্যমে পর্যটনখাতকে সমৃদ্ধ করা।
২। বাংলাদেশের বন্যপ্রাণী ও বনভূমি সংরক্ষনে ব্যাপক সচেতনতা তৈরি করা।
৩। জলবায়ু পরিবর্তন ও বিশ্বউষ্ণতা বৃদ্ধি প্রতিরোধে ভূমিকা রাখা।
আমাদের উদ্দেশ্যঃ
১। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদসমুহ যেমন, বন্যপ্রাণী, পাখি, সবুজ বনভূমি ইত্যাদির সুরক্ষার লক্ষ্যে নিয়োজিত সরকারি বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা।
২। সাধারণ মানুষের কাছে বাংলাদেশের বন্যপ্রাণী, পাখি, ফুল, গাছ সম্পর্কে তথ্য সরবরাহ করা।
৩। জলবায়ু পরিবর্তনের নানামুখী প্রভাব সম্পর্কে তথ্য সরবরাহ করা।
আমাদের এই কার্যক্রমে আপনিও আমন্ত্রিত। যে কোন তথ্য, মতামত, পরামর্শ দিয়ে আপনিও আমাদের এই উদ্যোগকেকে সমৃদ্ধ করতে পারেন। আমাদের মেইল এড্রেসঃ contact@wonderful-bangladesh.com