মেহেদি ফুল

মেহেদি ফুল
ছবিঃ জোবায়ের রায়হান, মেহেরপুর নীলকুঠি থেকে তোলা

মেহেদি গাছ আমাদের অত্যন্ত পরিচিত একটি উদ্ভিদ। এটি মাঝারি আকারের গুল্ম জাতিয় গাছ। এর ফুলের রং সাদা। আকার ছোট এবং গোলাকৃতি। পৃথিবীর বিভিন্ন দেশে এটি ‘হেনা’ নামে পরিচিত। মেহেদি রঞ্জক উদ্ভিদ। ধর্মীয় কিংবা সামাজিক উৎসব-অনুষ্ঠানে মেহেদির পাতার ব্যবহার বহুল প্রচলিত। এছাড়া মেহেদি ফুল থেকে সুগন্ধি তৈরি করা হয়। রক্তক্ষরণ এবং নানাবিধ চর্মরোগ নিরাময়ে মেহেদি গাছের ছাল ও বিচি ভেষজ ওষুধ হিসেবে বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে।
রোদ বা গরমের কারণে মাথাব্যথা হলে মেহেদির ফুল বেটে সিরকার সঙ্গে মিশিয়ে কপালে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।