দাঁতরাঙা

দাঁতরাঙা ফুল
ছবিঃ জোবায়ের রায়হান, রাঙামাটি থেকে তোলা

ফুলের নাম দাঁতরাঙা। বৈজ্ঞানিক নাম Melastoma malabathricum. এঁকে আমাদের দেশে বন তেজপাতা, লুটকি এসব নামেও ডাকা হয়। এঁরা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সর্বত্র ছড়িয়ে আছে। বিশেষ করে মালয় এবং ইন্দোনেশিয়ার বন-জঙ্গলে। আমাদের দেশে বেশ কয়েকটি জাত দেখা যায়। বিশেষ করে পার্বত্য জেলাগুলোতে পাহাড়ের ধারে প্রচুর দেখা যায়। পাতা দেখতে অনেকটা তেজপাতার মত সরু ও লম্বা। পাঁচটি পাপড়িতে আবৃত ফুলটির রঙ গোলাপি থেকে হালকা লাল। পাতা ও ফুলের রঙ লালচে বলেই এঁর নাম সম্ভবত দাঁতরাঙা। এঁর পাতার রস আমাশয় ও পেটের অসুখে উপকারী।

তথ্যসূত্রঃ বাংলার বুনোফুল- নওয়াজেশ আহমেদ