
ছবিঃ জোবায়ের রায়হান, রাঙামাটি থেকে তোলা
বৈজ্ঞানিক নামঃ Thunbergia gradiflora
শহুরে বনেদি বাড়িতে কদাচিৎ এই ফুলটি দেখতে পাওয়া যায়। লতানো গাছ আর হালকা বেগুনি বা সাদা ফুলগুলো সব ঝুলে থাকে। পাতা বেশ কর্কশ, কণ্টকময় এবং শক্ত কাণ্ড। ফুল গন্ধযুক্ত এবং কীটপতঙ্গের মধু যোগানদাতা। এর বনজ প্রজাতির দেখা মিলবে রাঙামাটি সহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন পাহাড়ের কোলে। বাংলা নাম নললতা। বাগানের প্রজাতির চেয়ে বনজ প্রজাতির ফুল বেশ বড় এবং সংখ্যায় কম ফোটে। থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রায় সবখানে এই ফুল দেখা যায়।
এর শিকড়ে আছে প্রচুর পরিমানে ট্যানিন যা সর্পদংশনে উপকারী। এছাড়া এর রস পাকস্থলীর রোগে ব্যবহৃত হয়।