মেছোবাঘ

মেছোবাঘ (ইংরেজি: Fishing Cat; বৈজ্ঞানিক নাম: Prionailurus viverrinus) মাঝারি আকারের বিড়ালগোত্রীয় একধরণের স্তন্যপায়ী বন্যপ্রাণী। বাংলাদেশে এরা স্থানীয়ভাবে মেছোবাঘ নামে পরিচিত। এদের আবাসস্থল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া। বিগত কয়েক দশকে মেছোবাঘের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।জনবসতি স্থাপন, কৃষিজমিতে রূপান্তর ও অন্যান্য কারণে মেছোবাঘের আবাসস্থল জলাভূমিগুলো দিন দিন সংকুচিত ও হ্রাস পাওয়াই এর মূল কারণ। তাই আইইউসিএন ২০০৮ সালে মেছোবাঘকে বিপন্ন প্রজাতির তালিকায় অর্ন্তভুক্ত করে।

মেছোবাঘ সাধারণত নদীর ধারে, পাহাড়ি ছড়া এবং ম্যানগ্রোভ জলাভূমিতে বাস করে। এরা সাঁতারে পারদর্শী বিধায় এধরণের পরিবেশে সহজেই খাপ খাওয়াতে পারে।

তথ্যসুত্রঃ উইকিপিডিয়া, ছবিঃ সংগ্রহ