
এই ফুলটি বাংলায় শ্বেতকাঞ্চন বা সাদাকাঞ্চন নামে পরিচিত। শোভাবর্ধনকারী এই উদ্ভিদটি বাংলাদেশ, মধ্যভারত, শ্রীলংকায় দেখতে পাওয়া যায়। দেখতে সুদৃশ্য হওয়ায় এটি বাগানেও শোভাবর্ধনের জন্য লাগানো হয়ে থাকে। এটি ২-৩ মিটার উঁচু পত্রমোচি গাছ, পাতার দৈর্ঘ্য ১০-১৫ সেমি ও প্রস্থ ৭-১২ সেমি, পাতার আগা দুই ভাগে বিভক্ত ও মসৃণ, নিচের শিরা সামান্য রোমশ। গাছ মোটামুটি ঝোপবিশিষ্ট, ফুল সাদা, মার্চ-অক্টোবর সময়ে গাছ অনবরত ফুল দেয়। বীজ দ্বারা এর বংশবিস্তার হয়, বীজের গাছ এক বছরেই ফুল দেয়।
Bauhinia গণে অনেক প্রজাতি আছে। কিন্তু Bauhinia acuminata প্রজাতিটি ব্যতীত অন্য সবগুলি বৃক্ষ। কোনো কোনোটি আবার লতানো। বাংলাদেশে Bauhinia গণে পাওয়া যায় দেবকাঞ্চন (Bauhinia purpurea) এবং রক্তকাঞ্চন (Bauhinia variegata) নামে দুটি বৃক্ষ।
তথ্যসুত্রঃ সংগ্রহ, ছবিঃ জোবায়ের রায়হান