কালোমাথা গঙ্গা কবুতর বা গঙ্গা কৈতর

বাদামি মাথা গঙ্গা কইতর, ছবিঃ জোবায়ের রায়হান, নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে তোলা।
কালোমাথা গঙ্গা কবুতর , ছবিঃ জোবায়ের রায়হান, নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে তোলা।

জল কবুতরদের প্রজাতির মধ্যে কালোমাথা গঙ্গা কবুতর আমাদের দেশের সবচেয়ে ছোট প্রজাতি। দেখতে অবিকল বাদামি-মাথা প্রজাতির মতো তবে এদের ডানা অপেক্ষাকৃত সরু, সুচালো ডগা এবং চিকন ঠোঁট। এরা দেশের অভ্যন্তরের জলাভূমির চেয়ে বেশি বিচরণ করে উপকূলীয় অঞ্চলের সুন্দরবন থেকে নারিকেল জিঞ্জিরা, বিভিন্ন দ্বীপাঞ্চল এবং সব জেলেপাড়ায়। সমস্ত সাদা দেহের কেবল দু-একটি পালক ও তার ঢাকনি পালক সাদা যা ত্রিকোণাকৃতি দেখায় আর মাঝের পালকের উপর কালো ছোপ থাকে। চোখের তারা গাঢ়; শীতের সময় মাথা ও ঘাড়ের কালো সরে গিয়ে সেখানটা হয় প্রধানত সাদা, কেবল কানপট্টি থাকে কালো।

বাদামি মাথা গঙ্গা কইতর, ছবিঃ জোবায়ের রায়হান, নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে তোলা।
বাদামি মাথা গঙ্গা কইতর, ছবিঃ জোবায়ের রায়হান, নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে তোলা।

এদের যুবায় ওড়ার পালকের কিনারা জুড়ে কালো বন্ধনী বা পট্টি ও ডানাবরণী বাদামি যা মর্মরিত থাকার ফলে আঁশালো দেখায়। উপকুল, মোহনা, চর ও দ্বীপাঞ্চল, কর্ণফুলী, বাকখালি এবং নাফ নদীর মুখে, নদ-নদী; বিল বাওড় অঞ্চলে বেশি দেখা যায়। একাকি বা ছোট থেকে বড় বড় দলে থাকে সমুদ্রের পাড়ে এবং ছোট ছোট ঝাঁকে বা একাকি থাকে দেশের অভ্যন্তরে। স্বভাব অন্যান্য প্রজাতির মত।

ছবিঃ জোবায়ের রায়হান