অঙ্গনা রিসোর্ট, গাজীপুর

angana-resort-gazipur
অঙ্গনা রিসোর্ট

অঙ্গনা রিসোর্ট, গাজীপুর (রেটিং ৬/১০)
গাজীপুরের সুর্য্যনারায়নপুরে অবস্থিত অঙ্গনা রিসোর্ট। বড় মাঠ, পুকুর আর সবুজ আবহে গড়ে তোলা এই রিসোর্টে ব্যক্তিগত অবকাশ যাপন ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য বেশ উপযুক্ত।

কি কি পাবেন

অঙ্গনা রিসোর্টে রাত্রিযাপনের জন্য রয়েছে ১৪টি রুম। রয়েছে খেলার মাঠ, সুইমিং পুল, কনফারেন্স হল ও রেস্টুরেন্ট। অতিথিদের জন্য নৌকাভ্রমণের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও বেশ কিছু হরিণের দেখা পাবেন এখানে এলে।

কেমন খরচ

কটেজগুলোর প্রতি কক্ষ ভাড়া ৫,০০০-৭,০০০ টাকা। পিকনিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য সম্পুর্ন রিসোর্টের ভাড়া ৮০,০০০-১,০০,০০০ টাকা।

কিভাবে যাবেন

ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা-কাপাসিয়া সড়কের পাবুররাস্তায় থামবেন। সেখান থেকে এক কিলোমিটার দক্ষিণে সূর্যনারায়ণপুর গ্রামে অঙ্গনা রিসোর্ট।

ফোনঃ +৮৮০১৭১১১৮২৬২৬ ওয়েবসাইটঃ http://www.anganaresort.com/ ফেসবুক পেজঃ https://www.facebook.com/anganaresort

গাজীপুরের সেরা রিসোর্ট (রেটিং সহ)