অরণ্যবাস রিসোর্ট, গাজীপুর

aronnobash-resort-gazipur
অরণ্যবাস রিসোর্ট

অরণ্যবাস রিসোর্ট, গাজীপুর (রেটিং ৬/১০) আধুনিক সকল সুবিধা, সাথে বিশাল এক পুকুর, সেখানে ছায়াঘেরা বাঁধানো ঘাট আর পাখিদের কোলাহল। রিসোর্টের লাল ইটের কটেজগুলো আপনার ভালো লাগবে। অবকাশ যাপনে আপনি বেছে নিতে পারেন অরণ্যবাস রিসোর্টকে। গাজীপুরের পুবাইলে আরও অনেকগুলো রিসোর্টের সাথে অরণ্যবাস রিসোর্টও বেশ ভালো মানের সেবা দিয়ে যাচ্ছে।

কি কি পাবেন

এখানে আছে কামিনী, শিউলি, হিজলতমাল ও গার্ডেন ভিলা নামে চার ধরণের কটেজ। বড়দের ও ছোটদের জন্য আছে আলাদা আলাদা সুইমিং পুল, নৌকা ভ্রমণ, হাঁটার ট্র্যাক, বাস্কেটবল ও ব্যাডমিন্টন কোর্ট। আছে বারবিকিউ করার সুবিধা। এদের নিজস্ব শাক-সবজি বাগান থেকে অতিথিদের তৈরি করা হয় খাবার। সারাদিনের ঘোরাঘুরি প্যাকেজের পাশাপাশি রয়েছে রাত্রিনিবাস ও কর্পোরেট অনুষ্ঠান আয়জনের ব্যবস্থাও। 

খরচ কেমন

সারাদিনের প্যাকেজের খরচ জনপ্রতি ২,১০০ টাকা। এই প্যাকেজে থাকবে একটি এসি রুম, সকাল-সন্ধ্যার নাস্তা ও লাঞ্চ। রাতের প্যাকেজে খরচ হবে জনপ্রতি ৩,৭০০ টাকা। এই প্যাকেজেও সব বেলার খাবার ও অন্যান্য সুবিধা দেবে অরণ্যবাস রিসোর্ট। কর্পোরেট অনুষ্ঠানের জন্য সরাসরি কথা বলুন এখানে

কিভাবে যাবেন

ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ডানদিকে প্রায় ১০ কিলোমিটার গিয়ে থামবেন পুবাইল কলেজ গেটে। কলেজ গেট থেকে বামের সড়ক ধরে ২ কিলোমিটার গেলেই পেয়ে যাবেন অরণ্যবাস রিসোর্ট।   


ফোনঃ +৮৮০১৭১১৪৭৭৪৬৮ ওয়েবসাইটঃ http://aronnobashbd.com

গাজীপুরের সেরা রিসোর্ট (রেটিং সহ)