এম জে হলিডে রিসোর্ট, মুন্সিগঞ্জ

mj-holidy-resort-munshiganj
এম জে হলিডে রিসোর্ট

এম জে হলিডে রিসোর্ট, মুন্সিগঞ্জ (রেটিং ৬/১০) এই রিসোর্টটি মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবস্থিত। একটু ভেতরের দিকে হওয়ায় এই ছোট সুন্দর রিসোর্টটি অনেকটা আড়ালেই রয়ে গেছে। গোছানো ছিমছাম এম জে রিসোর্টের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর পদ্ম পুকুরটি। রিসোর্টের পুকুরের বাঁধানো ঘাটে বসে মনভরে উপভোগ করতে পারবেন পদ্মফুলের সৌন্দর্য।

কি কি পাবেন

আধুনিক স্থাপত্যের পাঁচতলা রিসোর্ট ভবনে থাকার জন্য তিন ধরণের রুম আছে। শিশু ও বড়দের জন্য আছে আলাদা আলাদা সুইমিং পুল। আধুনিক রেস্টুরেন্টে নিতে পারবেন দেশি বিদেশী নানা রকম খাবারের স্বাদ, সেই সাথে আছে বারবিকিউ করার সুবিধা।

কেমন খরচ

দিনে দিনে ঘুরে যাওয়ার জন্য আছে বেশ কিছু ডে-আউট প্যাকেজ। ৯০০-১,৫০০ টাকার এসব প্যাকেজে পাবেন সকালের নাস্তা, লাঞ্চ ও সন্ধ্যার নাস্তা। সাথে থাকবে মাছ ধরাসহ বিভিন্ন রাইড উপভোগের সুযোগ। রাতে থাকার জন্য তিন ধরণের রুমে খরচ পড়বে ২,৫০০-৪,৫০০ টাকা পর্যন্ত।

কিভাবে যাবেন

ঢাকা থেকে প্রতিদিন রিসোর্টের নিজস্ব পরিবহন ঢাকা কলেজের সামনের ফুয়েল পাম্প থেকে সকাল ৭টা, সকাল ১০টা, দুপুর ২টা ও সন্ধ্যা ৬টাআয় ছেড়ে যায়। চাইলে সেগুলোতে চড়ে সরাসরি যেতে পারেন রিসোর্টে। এছাড়া গুলিস্তান থেকে সিরাজদিখানগামী যে কোন বাসে চড়েও যেতে পারেন এম জে হলিডে রিসোর্ট।

ফোনঃ ০১৯৩১৪১০০৭০   ওয়েবসাইটঃ https://mjholidayresort.com