গ্রীনটেক রিসোর্ট, গাজীপুর

greentech-resort-gazipur
গ্রীনটেক রিসোর্ট

গ্রীনটেক রিসোর্ট, গাজীপুর (রেটিং ৬/১০) গাজীপুরের ভবানিপুরে শালবনের ভেতর তৈরি বেশ ছিমছাম রিসোর্ট গ্রীনটেক। প্রায় ছয় একর জমির উপর তৈরি এই রিসোর্টটি কর্পোরেট ও পারিবারিক অনুষ্ঠানের জন্য বেছে নিতে পারেন আপনি।

কি কি পাবেন

এখানকার কটেজগুলোতে থাকার জন্য আছে প্রায় ৭০টি রুম। আছে কনফারেন্স হল, সুইমিং পুল ও রেস্টুরেন্ট। আছে সবুজ ঘাসে মোড়া সাজানো লন ও বাগান। শিশুদের জন্য রয়েছে খেলাধুলার জায়গা। চাইলে ইনডোর গেমও খেলতে পারবেন এখানে। 

কেমন খরচ

সারাদিনের জন্য ঘুরতে চাইলে সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকেলের নাস্তাসহ খরচ হবে ১,৭৫০ টাকা। কটেজ ও রুমের মানভেদে ভাড়া পড়বে ৪,০০০-৬,০০০ টাকা পর্যন্ত। ফ্যামিলি কটেজ ভাড়া ১০,০০০-১৫,০০০ টাকা পর্যন্ত। এছাড়া ২০, ১০০ ও ৪৫০ আসনের তিনটি হলরুম ভাড়া পড়বে ১৫,০০০-৬০,০০০ টাকা পর্যন্ত।  

কিভাবে যাবেন

গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ সড়ক ধরে নেমে যাবেন ভবানিপুরে। ভবানিপুর থেকে ডানদিকের রাস্তা ধরে দুই কিলোমিটার গেলেই পেয়ে যাবেন গ্রীনটেক রিসোর্ট।

ফোনঃ ০১৭১৫১০৫৭৭০, ০১৯১৯৩১৮০০৯ ফেসবুক পেজঃ https://www.facebook.com/GreentechResort/ ওয়েবসাইটঃ www.greentech-resort.com

গাজীপুরের সেরা রিসোর্ট (রেটিং সহ)