গ্রীন ভিউ গলফ রিসোর্ট, গাজীপুর

green-view-golf-resort-gazipur
গ্রীন ভিউ গলফ রিসোর্ট

গ্রীন ভিউ গলফ রিসোর্ট, গাজীপুর (রেটিং ৮/১০)

নামেই বুঝতে পারছেন আপনি যদি অবকাশ যাপনের পাশাপাশি গলফ খেলতে ভালবাসেন তাহলে এই রিসোর্ট হতে পারে আপনার প্রথম পছন্দ। এখানে গলফ খেলার জন্য রয়েছে বিশাল গলফ কোর্স। সবুজে সাজানো গোছানো এই রিসোর্ট বাংলাদেশের প্রথম সারির রিসোর্টগুলোর একটি। পারিবারিক অবকাশ যাপন ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য নিশ্চিন্তে বেছে নিতে পারেন এই রিসোর্টটি।

কি কি পাবেন

এখানে আছে ছয় ধরণের ভিলা ও সুইট রুম। রুমগুলো বেশ খোলামেলা। প্রচুর আলো-বাতাস চলাচলের পাশাপাশি আধুনিক সকল ব্যবস্থা রাখা হয়েছে প্রতিটি রুমে। মন চাইলেই খেলতে পারবেন গলফ, টেবিলটেনিস, ব্যাডমিন্টন। আছে আলাদা আলাদা সাইকেল ও হাঁটার ট্র্যাক।  রিসোর্টের আন্তর্জাতিক মানের রেস্টুরেন্টে স্বাদ নিতে পারবেন দেশি বিদেশী নানা খাবারের। আছে কনফারেন্স রুম, গ্র্যান্ড হল ও মালঞ্চ। যেখানে বিভিন্ন সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন।

কেমন খরচ

মানভেদে ভিলা ও সুইট রুমে রাত্রিযাপনে খরচ পড়বে ৯,৮০০-২০,০০০ টাকা পর্যন্ত। 

কিভাবে যাবেন

ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ সড়ক ধরে মাওনার আগে গড়গড়িয়া মাস্টারবাড়ি নেমে যাবেন। সেখান থেকে হাতের ডানের সড়ক ধরে তিন কিলোমিটার গেলেই গ্রীন ভিউ গলফ রিসোর্ট।

ফোনঃ +৮৮ ০৯৬১৪৭৩৩৬৮৪ ওয়েবসাইটঃ http://www.greenviewgolfresort.com/Home/

গাজীপুরের সেরা রিসোর্ট (রেটিং সহ)