
ছুটি রিসোর্ট, গাজীপুর (রেটিং ৭/১০)
ঢাকার কাছাকাছি উন্নতমানের যে কয়টি রিসোর্ট রয়েছে ছুটি রিসোর্ট সেগুলোর একটি। গ্রামীণ ধাঁচে তৈরি করা চার তারকা মানের এই রিসোর্টটি আপনাকে গ্রামে কাটানো ছেলেবেলার কথা মনে করিয়ে দেবে নিশ্চিত। নিঝুম পরিবেশ, ছায়াঘেরা কটেজ, টলটলে জলের দীঘি আপনার শহুরে ক্লান্তি দূর করে দেবে নিশ্চিত। যারা বাড়ির কাছেই হানিমুন করতে চাইছেন তাদের জন্যও আদর্শ হতে পারে ছুটি। গ্রামীণ ধাঁচে তৈরি করা কটেজগুলো বেশ শান্তিময় ও সাজানো গোছানো।
কি কি পাবেন
ছুটি রিসোর্টে আছে শিশুদের খেলার মাঠ, পার্ক, নৌকা ভ্রমণ ও মাছ ধরার ব্যবস্থা। আছে বেশ বড় আকৃতির একটি সুইমিং পুল, সকল অর্গানিক কৃষিজাত পণ্য, রয়েছে নৌভ্রমণের ব্যবস্থা। আপনি চাইলে তাবুতেও রাত কাটাতে পারবেন। অতিথিদের জন্য বিনামূল্যে সরবরায় করা হয় নানা মৌসুমি ফল। সাথে থাকে দেশি পিঠার আয়োজন। এখানে মোট ২১টি কটেজ রয়েছে। এছাড়াও আছে দুটি কনফারেন্স হল ও রেস্টুরেন্ট।
কেমন খরচ
কটেজ ভাড়া ৩,০০০-১০,০০০ টাকা। কনফারেন্স রুম ২০,০০০-৫০,০০০ টাকা। পিকনিকের জন্য ১০০ থেকে ২০০ জনের ভাড়া ৯০,০০০ টাকা। কটেজের ভাড়া সংক্রান্ত বিস্তারিত দেখুন এখানে।
কিভাবে যাবেন
ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে যেতে হবে জয়দেবপুর সড়কের আমতলী বাজারে। আমতলী বাজার থেকে বামের সড়ক ধরে প্রায় এক কিলোমিটার গেলেই পেয়ে যাবেন ছুটি রিসোর্ট।
ফোনঃ ০১৭৭৭১১৪৪৮৮, ০১৭৭৭১১৪৪৯৯ ওয়েবসাইটঃ http://www.chutiresort.com/