
জল ও জঙ্গলের কাব্য, গাজীপুর (রেটিং ৯/১০)
দেশের অন্যান্য সব রিসোর্টের চেয়ে একদমই আলাদা এক রিসোর্ট জল ও জঙ্গলের কাব্য। এখানে ইট-পাথরে বানানো কোন ভবন নেই, সুইমিং পুল নেই, শিশুপার্ক নেই। কিন্তু যা আছে সেটা আপনাকে আকর্ষণ করবেই। কোন বাহুল্যতা নেই, তবুও সবকিছুই যেন আছে। এখানে এলে সত্যিকারে গ্রামের দেখা পাবেন আপনি। স্থানীয় গ্রামবাসীরাই আপনাকে আতিথেয়তা দেবে। বাঙালির ঐতিহ্যবাহী সব খাবার, পিঠা কোন কিছুরই কমতি নেই এখানে। পাটখড়ি, বাঁশ আর ছনে তৈরি কুঁড়েঘরগুলোতে শুয়ে-বসে বৃষ্টি কিংবা জ্যোৎস্না দেখার সবচেয়ে উপযুক্ত জায়গা জল ও জঙ্গলের কাব্য।
কি কি পাবেন
ছন-পাটখড়ির কুঁড়েঘর, খোলা আকাশ ও বিল, গ্রামের সাধারণ মানুষের আতিথেয়তা, দেশি খাবার, পিঠা, লোক গানের আসর আর ঝিঁঝিঁ পোকার ডাক। রাতে থাকার জন্য বেশ ভালো ব্যবস্থা আছে জল ও জঙ্গলের কাব্য রিসোর্টে।
কেমন খরচ
সকালের নাস্তা, দুপুরের খাবার আর রাতের খাবারের জন্য খরচ হবে জনপ্রতি ৪,০০০ টাকা। রাতে থাকলে জনপ্রতি খরচ হবে ৫,৫০০ টাকা।
কিভাবে যাবেন
ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ডানদিকে গিয়ে পুবাইল কলেজ গেট। নিজস্ব গাড়ি না থাকলে মহাখালী থেকে নরসিংদী বা কালীগঞ্জগামী যে কোন বাসে চড়ে নেমে যাবেন পুবাইল কলেজ গেট। ভাড়া নেবে ৫০-৬০ টাকা। কলেজ গেট থেকে বাম দিকের পুবাইল-জয়দেবপুর সড়কধরে তিন কিলোমিটার গেলেই পেয়ে যাবেন জল ও জঙ্গলের কাব্য।
ফোনঃ ০১৯১৯৭৮২২৪৫, ০১৭১৯৫২৩০১৬
ওয়েবসাইটঃ http://www.jolojongol.com/