
ড্রিম স্কয়ার রিসোর্ট, গাজীপুর (রেটিং ৭/১০) একটি আধুনিক তারকা মানের রিসোর্টে যেসব সুবিধা থাকা দরকার তার সবগুলোই আছে গাজীপুরের মাওনার ড্রিম স্কয়ার রিসোর্টে। এখানে বিদেশী অতিথির সংখ্যাই বেশি। বিশাল লেক, পুকুর, সাজানো বাগান, ঘাসে মোড়ানো লন এবং উৎকৃষ্ট মানের অতিথিসেবার জন্য বেশ সুনাম কুড়িয়েছে ড্রিম স্কয়ার রিসোর্ট। ১২০ বিঘা জমির ওপর তৈরি এই রিসোর্টের নিজস্ব নানা কৃষিজাত পণ্যের উৎপাদন ও বিপনন প্ল্যান্ট। এখানকার উৎপাদিত কৃষিপণ্য দিয়েই রিসোর্টের অতিথিদের আপ্যায়ন করা হয়।
কি কি পাবেন
এখানে আছে ২০টি আধুনিক কটেজ, সুইমিং পুল, নৌকা ভ্রমণ, বারবিকিউ জোন, মাছ ধরার সুবিধা ও ইকো পার্ক। রয়েছে জিম, জাকুজ্জি ও ষ্টীম বাথের সুবিধা। এছাড়াও খেলাধুলার জন্য আছে বিলিয়ার্ড রুম, টেনিস কোর্ট, ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ। চাইলে ক্যাম্প ফায়ারও করতে পারবেন। এছাড়াও কর্পোরেট অনুষ্ঠানের জন্য কনফারেন্স হল ও মিটিং রুমও আছে এখানে।
কেমন খরচ
কটেজ ও রুমের মানভেদে ভাড়া ৫,০০০-৪৫,০০০ টাকা পর্যন্ত। কমপ্লিমেন্টারি হিসেবে পাবেন দুজনের সকালের নাস্তা ও পানি। কর্পোরেট অনুষ্ঠানের জন্য জনপ্রতি খরচ হবে ৩,০০০ টাকা। তবে ৫০ জনের বেশি হলে জনপ্রতি খরচ আরও কমে যাবে।
কিভাবে যাবেন
ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ সড়ক ধরে নেমে যাবেন মাওনা চৌরাস্তা এলাকায়। সেখান থেকে বামের সড়ক ধরে তিন কিলোমিটার গিয়ে সোলিং মোড়ে নামবেন। সোলিং মোড় থেকে ডানের সড়ক ধরে প্রায় চার কিলোমিটার গেলেই পেয়ে যাবেন ড্রিম স্কয়ার রিসোর্ট।
হটলাইনঃ ০১৪০৭০০৪৬০৭-১০ ওয়েবসাইটঃ http://www.dreamsquareresort.com/index.html