দ্যা বেস ক্যাম্প বাংলাদেশ, গাজীপুর

the-base-camp-bangladesh
দ্যা বেস ক্যাম্প বাংলাদেশ

দ্যা বেস ক্যাম্প বাংলাদেশ, গাজীপুর (রেটিং ৭/১০) বাংলাদেশে ভিন্নধর্মী রিসোর্টগুলোর মধ্যে দ্যা বেস ক্যাম্প বাংলাদেশ একটি। যারা এডভেঞ্চার ও ক্যাম্পিং পছন্দ করেন তাদের জন্য গন্তব্য হতে পারে এই রিসোর্ট। এই রিসোর্টের প্যাকেজগুলো বেশ কয়েকধরণের চ্যালেঞ্জ, গেম ও এক্টিভিটি দিয়ে সাজানো হয়েছে। যদিও শৌচাগার, আলো ও পানির ব্যবস্থা না থাকা, মশার উৎপাত, নিম্মমানের তাবু ও কর্মীদের দায়িত্বহীনতার অভিযোগে সম্প্রতি ভোক্তা অধিদপ্তর রিসোর্টটিকে বড় অংকের জরিমানা করে।

কি কি পাবেন

এখানে রাত্রিযাপনের জন্য তাবুর পাশাপাশি আছে বাংলো ও রুমের ব্যবস্থাও। আছে সুইমিং পুল ও রেইনফরেস্ট শাওয়ার। অনেকগুলো এক্টিভিটির মধ্যে আছে ট্রেজার হান্ট, চিম্প সুইং, সাইক্লিং, অন গ্রাউন্ড এক্টিভিটি কোর্স, হপ এন জাম্প, মাঙ্কি পাস, থ্রো দ্যা টায়ার এবং বিভিন্ন ধরণের এক্টিভিটি স্পোর্টস। এছাড়াও এখানে পাবেন ১০০ জন ধারণক্ষমতার একটি কনফারেন্স রুম।

কেমন খরচ

তাবু, নেচার রুম, বাংলো ও অন্যান্য রুমের ভাড়া মানভেদে ২,৫০০-১২,০০০ টাকা পর্যন্ত। সাথে থাকবে বিভিন্ন এক্টিভিটি ও খাবার। কনফারেন্স রুমের ভাড়া ২৫,০০০ টাকা। ভাড়া সংক্রান্ত বিস্তারিত দেখুন এখানে

কিভাবে যাবেন

ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ সড়ক ধরে ভাওয়াল জাতীয় উদ্যানের বিপরীতে গেলেই পেয়ে যাবেন এই রিসোর্টটি।

ফোনঃ ০১৯৯৫৩৩৩১১১, ০১৯৫৩৭৭৭৯৯৯ ও ০১৯৪২৭৭৭৯৯৯ ওয়েবসাইটঃ http://thebasecampbd.com/home

গাজীপুরের সেরা রিসোর্ট (রেটিং সহ)