নক্ষত্রবাড়ী রিসোর্ট, গাজীপুর

nokkhotrobari resort
নক্ষত্রবাড়ী রিসোর্ট

নক্ষত্রবাড়ী রিসোর্ট ও কনফারেন্স সেন্টার, গাজীপুর (রেটিং ৮/১০)

নক্ষত্রবাড়ী রিসোর্ট বাংলাদেশের সবচেয়ে আধুনিক রিসোর্টগুলোর একটি। জনপ্রিয় অভিনেতা দম্পতি তৌকির আহমেদ ও বিপাশা হায়াতের এই রিসোর্টটি ২০১১ সালে কার্যক্রম শুরু করে। ঢাকার কাছে পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো কিছু সময় কাটানোর জন্য নক্ষত্রবাড়ী রিসোর্ট আপনার পছন্দের প্রথমদিকেই থাকা উচিত।  

কি কি পাবেন

পানির উপর সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বাঁশ-কাঠ ও ছনের ছাউনি দিয়ে তৈরি ১১টি কটেজ। এ কটেজগুলো হানিমুনে আসা দম্পতিদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এছাড়াও রয়েছে হোটেল ও ফ্যামিলি কমপ্লেক্স। এখানে রয়েছে একটি বেশ বড় সুইমিং পুল, খেলাধুলা ও মাছ ধরার ব্যবস্থা। নাটক, সিনেমা বা তথ্যচিত্র নির্মানের জন্য রয়েছে একটি শুটিং স্পট। এখানে আছে একটি কনফারেন্স সেন্টার। যেখানে লাইব্রেরী, মুভি থিয়েটার ও বাচ্চাদের খেলার জায়গা।

কেমন খরচ

দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য ৫০০ টাকা। হোটেল ও কটেজ ভাড়াঃ ৬,৯৫৮ থেকে ২৭,৮৩০ টাকা কনফারেন্স হল ভাড়াঃ ৩০,০০০ টাকা ভাড়া সংক্রান্ত বিস্তারিত দেখুন এখানে

কিভাবে যাবেন

নিজস্ব গাড়ি থাকলে সরাসরিই যেতে পারবেন নক্ষত্রবাড়ী রিসোর্ট। তবে যাদের গাড়ি নেই, তারা বাস ও সিএনজি অটোরিকশায় করে যেতে পারবেন সহজেই। ঢাকা বা দেশের যে কোন স্থান থেকে গাজীপুর চৌরাস্তায় এসে সেখান থেকে ময়মনসিংহ রোড ধরে যেতে হবে রাজেন্দ্রপুরের রাজাবাড়িতে। রাজাবাড়ি বাজারে ডান দিকে গিয়ে দুই কিলোমিটার এগোলেই চিনাশুখানিয়া গ্রামে পেয়ে যাবেন নক্ষত্রবাড়ি রিসোর্ট।

ফোনঃ ০১৮৭৩১১১৯৯৯,০১৯১৯৩১৮০০৯ ওয়েবসাইটঃ http://nokkhottrobari.com/

গাজীপুরের সেরা রিসোর্ট (রেটিং সহ)