পদ্মা রিসোর্ট, মুন্সিগঞ্জ

padma-resort-munsiganj
পদ্মা রিসোর্ট

পদ্মা রিসোর্ট, মুন্সিগঞ্জ (রেটিং ৮/১০) মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর কোল ঘেঁষে তৈরি পদ্মা রিসোর্ট বাংলাদেশের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় রিসোর্টগুলোর একটি। বাংলার বর্ষা ঋতুর সৌন্দর্য উপভোগের জন্য আদর্শ একটা স্থান পদ্মা রিসোর্ট। রিসোর্টে রয়েছে কাঠে তৈরি ১৬টি ডুপ্লেক্স কটেজ। বর্ষায় এখানে এলে মনে হবে যেন পানিতে ভাসছে কতোগুলো কাঠের নৌকা। কটেজগুলোর নাম রাখা হয়েছে বাংলা বারো মাস ও চার ঋতুর নামানুযায়ী। কটেজের বারান্দায় বসেই বর্ষায় ডুবে যাওয়া ক্ষেতে পানকৌড়ির ডুবসাঁতার এবং মাছরাঙাদের ওড়াউড়ি দেখতে দেখতে দিগন্তবিস্তৃত বিলের ওপারে সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। নিরিবিলি ও সবুজের ঘেরা পদ্মা রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে পেতে পারেন পদ্মার ইলিশের স্বাদ। ঢাকার কাছে হানিমুন কাটানো কিংবা পারিবারিক অবকাশযাপনের জন্য পদ্মা রিসোর্ট হতে পারে আপনার প্রথম পছন্দ।

কি কি পাবেন

প্রতিটি ডুপ্লেক্স কটেজের দোতলায় আছে একটি বড় বেডরুম, নিচতলায় দুটি সিঙ্গেল বেড, একটি ড্রইংরুম। পেছনের দিকে আছে নদীমুখী ব্যালকনি। চাইলে নৌকায় করে বিল ও পদ্মা নদীতে ঘুরতে যেতে পারবেন। শীতকালে রিসোর্ট প্রাঙ্গনে নানা ধরণের খেলাধুলার সুযোগ আছে। এছাড়াও আছে বারবিকিউ করার সুবিধা।

কেমন খরচ

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি ডুপ্লেক্স কটেজের ভাড়া ২,৩০০ টাকা। আর যদি রাত কাটাতে চান তাহলে ভাড়া পড়বে ৩,৫০০ টাকা। একটি কটেজে অনায়াসে ৫-৬ জন থাকতে পারবেন। খাবারের খরচ আলাদা। খাবারের জন্য জনপ্রতি খরচ পড়বে ৫০০-৮০০ টাকা।

কিভাবে যাবেন

ঢাকার গুলিস্তান থেকে লৌহজংগামী যে কোন বাসে চড়ে মাওয়া পার হয়ে সরাসরি নামবেন লৌহজং পুলিশ ফাঁড়ির সামনে। সেখান থেকে রিসোর্টের নৌকা আপনাকে পদ্মা পাড়ি দিয়ে নিয়ে যাবে রিসোর্টে। যারা গাড়ি নিয়ে যাবেন নদীর পাড়েই তাদের গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে। 

ফোনঃ ৮৬২৮৮৭৮,০১৭১২-১৭০৩৩০ ওয়েবসাইটঃ http://www.padmaresort.net/