
ব্র্যাক সিডিএম রিসোর্ট, গাজীপুর (রেটিং ৮/১০)
আন্তর্জাতিক মানের ব্র্যাক সিডিএম রিসোর্টটি গাজীপুরের ভাওয়াল বন এলাকায় অবস্থিত। বিশাল সবুজ খেলার মাঠ, চারদিকে শালবন আর পাখির কলরব এতোই মাতিয়ে রাখে যে এখান থেকে বের হতে ইচ্ছা করে না। রিসোর্টের আন্তর্জাতিক মান ও সেবা, সাজানো সবুজ প্রকৃতি দেশ বিদেশের বহু অতিথিকে আকর্ষণ করে। রিসোর্টের ভবনগুলোর স্থাপত্য নকশা আপনাকে মুগ্ধ করবে। হানিমুন কাটানোর জন্য একটি আদর্শ জায়গা হতে পারে ব্র্যাক সিডিএম রিসোর্ট।
কি কি পাবেন
রিসোর্টের বহুতল ভবনে রয়েছে বিভিন্ন শ্রেণির ১৫৬টি কক্ষ। এখানে আছে সুইমিং পুল, পুরুষ ও নারীদের জন্য রয়েছে আলাদা জিম, সাইক্লিং ট্র্যাক, নৌকায় ঘোরা ও খেলাধুলার নানা আয়োজন। আছে অডিটোরিয়াম, ব্যাংকোয়েট হল, মিটিং রুমের ব্যবস্থা। কর্পোরেট বা সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে একসাথে ৫,০০০ মানুষের আয়োজন করতে সক্ষম এই ব্র্যাক সিডিএম রিসোর্ট।
কেমন খরচ
ডিলাক্স টুইন থেকে প্রিমিয়াম সুইট পর্যন্ত শ্রেনিভেদে ভাড়া পড়বে ৭,০০০-১৬,০০০ টাকা পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে।
কিভাবে যাবেন
ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ সড়ক ধরে ভাওয়াল জাতীয় উদ্যানের অবারিত স্বাধীনতা চৌরাস্তায় থামবেন। চৌরাস্তা থেকে হাতের বামের রাস্তায় এক কিলোমিটার গেলেই পেয়ে যাবেন ব্র্যাক সিডিএম রিসোর্ট।
ফোনঃ +৮৮০১৭৮৭৬৮০৮৫৮, +৮৮০১৭৮৭৬৮০৯২৬ ওয়েবসাইটঃ http://braccdm.com/rajendrapur/