
ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা, গাজীপুর (রেটিং ৮/১০)
ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা তার নীল পানির বিশাল সুইমিংপুলের জন্য পছন্দের তালিকায় থাকতে পারে। এতো সুন্দর সুইমিং পুল বাংলাদেশের রিসোর্টগুলোতে সাধারণত চোখে পড়ে না। শালবনের ভেতরে এমন নয়নাভিরাম রিসোর্ট প্রাণ জুড়িয়ে দেয়। ৬০ একরের ছিমছাম, পরিচ্ছন্ন ও সাজানো রিসোর্টটি হানিমুনের জন্য আদর্শ জায়গা হতে পারে।
কি কি পাবেন
রিসোর্টের সুইমিংপুলকে কেন্দ্র করে আলাদা আলাদা ৫টি জোনে মোট ৬১টি কটেজ আছে। প্রতিটি কটেজের দৃষ্টিনন্দন স্থাপত্য আপনাকে মুগ্ধ করবে। আছে শিশুদের খেলার জায়গা, জিম, জাকুজ্জি, স্পা ও বিশাল রেস্টুরেন্ট।
কেমন খরচ
রিসোর্টে তিন ধরণের কটেজ আছে। এগুলোতে প্রতিরাতে ভাড়া ১২,৮০০-২৪,০০০ টাকা পর্যন্ত। তবে ছুটির দিন ছাড়া বুকিং দিলে ৩-৪ হাজার টাকা ছাড় পাওয়া যায়। ভাড়া সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
কিভাবে যাবেন
ঢাকা থেকে ময়মনসিংহ সড়ক ধরে ভাওয়াল জাতীয় উদ্যান পেরিয়ে মেম্বারবাড়ী এলাকায় নেমে যাবেন। সেখান থেকে পাঁচ পীরের মাজার সড়ক ধরে তিন কিলোমিটার দূরে নলজাহনি গ্রামে গেলেই ভাওয়াল রিসোর্ট পেয়ে যাবেন।
ফোনঃ +৮৮০১৮৭১০০৪০০৭ ওয়েবসাইটঃ https://www.bhawalresort.com/