
মাওয়া রিসোর্ট, মুন্সিগঞ্জ (রেটিং ৬/১০) পদ্মার পাড়ে সাজানো-গোছানো ও নিরিবিলি মাওয়া রিসোর্ট। পুকুর পাড়ে সারি সারি নারকেল শুপারি গাছ, বাঁধানো ঘাট, বিকেলে পদ্মার পাড়ের দৃশ্য আপনাকে গ্রামের কথাই মনে করিয়ে দেবে। নানান গ্রামীণ উপাদানের সমন্বয়ে সাজানো হয়েছে রিসোর্টটি। মাওয়া রিসোর্ট থেকেই দেখতে পাবেন পদ্মা সেতু। অতিথিদের রাত্রিযাপন ও বিনোদনের জন্য সকল সুযোগ-সুবিধাই আছে এখানে।
কি কি পাবেন
এখানে থাকার জন্য মোট এগারটি কটেজ আছে। খোলামেলা পরিবেশ আছে শিশুদের খেলার জন্য। রিসোর্টের পুকুরে নৌকা নিয়ে ঘুরতে পারবেন। এখানকার রেস্টুরেন্টে পদ্মার ইলিশসহ নানা পদের তাজা মাছের আয়োজন থাকে।
কেমন খরচ
দর্শনার্থী হিসেবে প্রবেশ করতে চাইলে ৫০ টাকা দিয়ে টিকিট নিতে হয়। আর সারাদিনের প্যাকেজ আছে ৩,০০০-১০,০০০ টাকা পর্যন্ত। রাতে থাকতে চাইলে কটেজভেদে খরচ পড়বে ৩,৫০০-১২,০০০ টাকা পর্যন্ত। খাবারের জন্য আলাদা মূল্য পরিশোধ করতে হবে। এছাড়া পার্টি ও পিকনিকে ৫০ জনের জন্য ২০,০০০ এবং ১০০ জনের জন্য ৩০,০০০ টাকা পড়বে। এই রিসোর্টের খরচ সংক্রান্ত বিস্তারিত দেখুন এখানে।
কিভাবে যাবেন
ঢাকার গুলিস্তান থেকে মাওয়াগামী যে কোন বাসে চড়ে মাওয়া নেমে ডানদিকের সড়ক ধরে দুই কিলোমিটার গেলেই পেয়ে যাবেন মাওয়া রিসোর্ট।
ফোনঃ ০১৭১১০৫৭৯৪৭, ০১৭৫৫৫৯২৫৮৫ ওয়েবসাইটঃ http://mawaresort.com