মেঘনা ভিলেজ রিসোর্ট, মুন্সিগঞ্জ

meghna-village-resort
মেঘনা ভিলেজ রিসোর্ট

মেঘনা ভিলেজ রিসোর্ট, মুন্সিগঞ্জ (রেটিং ৫/১০)
মেঘনা ভিলেজ মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা সেতুর কাছাকাছি অবস্থিত। তবে এটিকে রিসোর্ট না বলে পিকনিক স্পট হিসেবে বলাই সঙ্গত। যদিও এখানে রাত্রিযাপনের ব্যবস্থাও আছে। তবে প্রচুর বাইরের দর্শনার্থী আসেন বলে এখানে কোলাহল বেশি। যারা নিজেদের মোট করে নিরিবিলি কিছু সময় কাটাতে চান তাদের জন্য মেঘনা ভিলেজ আদর্শ নয়। এখানে মূলত সারাদিন কাটানোর জন্যই আসতে পারেন।

কি কি পাবেন

মেঘনা ভিলেজে থাকার জন্য আছে ১০টি কটেজ। এখানকার সুইমিং পুলটি বেশ ভালো। শিশুদের খেলাধুলার জন্য আছে বেশ কিছু রাইড ও খেলার মাঠ। একটি ছোট চিড়িয়াখানা আছে এখানে। আছে মাছ ধরার ব্যবস্থাও।

কেমন খরচ

ভিলেজে দর্শনার্থী প্রবেশ ফি ৫০ টাকা। কটেজগুলো দিনের বেলা ভাড়া ৪,৫০০-৮,০০০ টাকা পর্যন্ত। রাতে থাকতে চাইলে ভাড়া পড়বে রুমভেদে ৭,৫০০-৯,০০০ টাকা। বিস্তারিত দেখুন এখানে

কিভাবে যাবেন

ঢাকার গুলিস্তান থেকে ভবেরচর, দাউদকান্দি বা গৌরীপুরগামী যে কোন বাসে মেঘনা সেতু পার হয়ে নেমে যাবেন বালুয়াকান্দি স্টপেজে। সেখান থেকে হেঁটেই চলে যেতে পারবেন মেঘনা ভিলেজে। 

ফোনঃ ০১৭১৮৪৭১৯৬১, ০১৮১৭১০৪১২৬ ওয়েবসাইটঃ http://megnavillage.webs.com