
রাঙ্গামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট, গাজীপুর (রেটিং ৭/১০)
গাজীপুরের চন্দ্রায় প্রায় ৬০ বিঘা জমিতে নির্মিত রিসোর্ট ও বনভোজন কেন্দ্র রাঙ্গামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট। শালবনের ভেতর সবুজ ও নিরিবিলি পরিবেশে তৈরি এই রিসোর্টটিও আপনার পছন্দের তালিকায় থাকতে পারে।
কি কি পাবেন
এখানে রয়েছে সাতটি কটেজ। আছে সুইমিং পুল ও লেক। শিশুদের জন্য রয়েছে পার্ক ও খেলাধুলার মাঠ। বাণিজ্যিক অনুষ্ঠানের জন্য রয়েছে একটি কনফারেন্স হল ও রেস্টুরেন্ট। আছে বারবিকিউ করার সুবিধা।
কেমন খরচ
প্লাটিনাম, গোল্ড ও সিলভার কটেজ ভাড়া ৭,০০০-১২,০০০ হাজার টাকা পর্যন্ত। পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের ভাড়া ৮০,০০০-১,০০,০০০ টাকা।
কিভাবে যাবেন
ঢাকা থেকে গাজীপুরের চৌরাস্তা হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে থামবেন শফিপুর বাজারে। শফিপুর বাজার থেকে সিনবাহ সড়কধরে দুই কিলোমিটার দূরে সিনবাহ বাজার। সিনবাহ বাজার থেকে বামের রাস্তা ধরে দুই কিলোমিটার গেলেই রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট।
ফোনঃ ০১৮১১৪১৪০৭৪,০১৯১৯৩১৮০০৯ ওয়েবসাইটঃ www.rangamatiwaterfront.com