রাজেন্দ্র ইকো রিসোর্ট, গাজীপুর

Rajendra Eco Resort
রাজেন্দ্র ইকো রিসোর্ট

রাজেন্দ্র ইকো রিসোর্ট, গাজীপুর (রেটিং ৭/১০)
আপনি যদি জঙ্গলে ঘেরা কোন জায়গায় প্রকৃতির কোলে নিরিবিলি কোন স্থানে নিজেদের মত করে সময় কাটাতে চান, তাহলে রাজেন্দ্র ইকো রিসোর্ট থাকতে পারে আপনার পছন্দের প্রথমদিকে। গাজীপুরের ভবানিপুর এলাকায় শালবনের ভেতরে প্রকৃতি ও আধুনিকতার মিশেলে তৈরি করা হয়েছে রাজেন্দ্র ইকো রিসোর্ট। নানা রকম পাখির কাকলীতে মুখর এই রিসোর্টে অনায়াসে কয়েকটি দিন কাটিয়ে আসা যায়।

কি কি পাবেন

এই রিসোর্টে রয়েছে প্রায় ৫০টি কটেজ। অতিথিরা চাইলে রিসোর্টের লেকে মাছও ধরতে পারবেন। তবে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে বিভিন্ন কৃষিজাত পণ্য যেমন ডেইরী, পোলট্রি, শাক-সবজি ইত্যাদি সরাসরি খামার থেকে নিয়ে গ্রহণের সুযোগ। এছাড়াও আছে মাঝারি আকৃতির একটি সুইমিং পুল ও ম্যাসাজ পার্লার। শিশুদের জন্য রয়েছে খেলার জায়গা।

কেমন খরচ  

ডে প্যাকেজে দুজনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি রুমের ভাড়া ৫,৫০০ টাকা। সাথে থাকবে সকালের নাস্তা, লাঞ্চ, বিকেলের নাস্তা, পানি ও রিসোর্টের অন্যান্য সকল সুবিধা উপভোগ করার সুযোগ। আর দুজনের রাত্রিযাপনের জন্য ভাড়া পড়বে খাবারসহ ৯,০০০ টাকা।

কিভাবে যাবেন

ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ সড়ক ধরে যেতে হবে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজ। কলেজের সামনেই বাম দিকের সড়ক ধরে প্রায় সাত কিলোমিটার গেলেই পেয়ে যাবেন রাজেন্দ্র ইকো রিসোর্ট। যারা নিজস্ব বা রিজার্ভ গাড়ি নিয়ে যাবে না তারা রাজেন্দ্রপুর থেকে সিএনজি অটোরিকশা নিয়ে যেতে পারেন।

ফোনঃ ০১৯১৯৩১৮০০৯, ০৯৬৮৯১১১৯৯৯ ওয়েবসাইটঃ http://rajendraecoresort.com/

গাজীপুরের সেরা রিসোর্ট (রেটিং সহ)