রিভেরী হলিডে রিসোর্ট, গাজীপুর

reverie-holiday-resort
রিভেরী হলিডে রিসোর্ট

রিভেরী হলিডে রিসোর্ট, গাজীপুর (রেটিং ৬/১০)

গাজীপুরের সালনায় অবস্থিত রিভেরী রিসোর্ট। প্রায় তিন একরের এই রিসোর্ট সাজানো হয়েছে খোলামেলা ও সবুজ পরিবেশের দিকটি মাথায় রেখে। গ্রামীণ আদলে তৈরি বসার কুটিরগুলো বেশ আকর্ষণীয়।

কি কি পাবেন

রিসোর্টে থাকার পাশাপাশি আপনি চাইলে এখানে তাবুতেও রাত কাটাতে পারবেন। রিসোর্টের পুকুরে আছে নৌকায় ঘোরা ও মাছ ধরার সুবিধা। এছাড়া বারবিকিউ করার ব্যবস্থা আছে। শিশুদের খেলার জন্য বেশ বড় মাঠ ও কিছু রাইড আছে এখানে।

কেমন খরচ

কটেজ ও রুমভেদে জনপ্রতি ভাড়া ৩,৫০০-৯,০০০ টাকা। অন্যান্য সকল খরচ দেখার জন্য ক্লিক করুন এখানে।  

কিভাবে যাবেন

ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে শিমুলতলী সড়ক ধরে সালনা নামক স্থানে নেমে যাবেন। সালনা থেকে বামের সড়ক ধরে দুই কিলোমিটার গেলেই পেয়ে যাবেন রিভেরী রিসোর্ট। 

ফোনঃ +৮৮০১৭০৫৫৬৬৩৩৫-৬ ওয়েবসাইটঃ http://www.reverie.com.bd/

গাজীপুরের সেরা রিসোর্ট (রেটিং সহ)