
স্প্রিং ভ্যালি রিসোর্ট, গাজীপুর (রেটিং ৬/১০) রাজধানী ঢাকার খুব কাছে গাজীপুরের সালনায় গড়ে তোলা হয়েছে স্প্রিং ভ্যালি রিসোর্ট। গ্রাম বাংলার থিম নিয়ে গড়ে তোলা হয়েছে ১২ বিঘা আয়তনের এই রিসোর্ট।
কি কি পাবেন
এই রিসোর্টে রয়েছে মাঝারি আকৃতির একটি সুইমিংপুল। শিশুদের বিনোদনের জন্যে শিশুপার্ক ও খেলার মাঠ। রিসোর্টের পুকুরে নৌকা নিয়ে ঘোরা ও মাছ ধরার সুবিধা আছে। তবে রাত্রিযাপনের জন্য তেমন উপযুক্ত নয় রিসোর্টটি।
কেমন খরচ
সারাদিন রিসোর্টে ঘোরাঘুরি ও খাওয়াদাওয়ার প্যাকেজের জন্য জনপ্রতি ফি ১৫০০ টাকা। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্যাকেজে থাকবে সকালের নাস্তা, লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স ও খাবার পানিসহ রিসোর্টের অন্যান্য সুবিধা। ছুটির দিনে ঘুরতে চাইলে তাদের ঢাকা অফিসে যোগাযোগ করে বুকিং দিয়ে যেতে পারেন।
কিভাবে যাবেন
নিজস্ব গাড়ি বা বাসে যেতে পারবেন স্প্রিং ভ্যালি রিসোর্টে। ঢাকা থেকে যে কোন বাসে চড়ে গাজীপুরের সালনা বাসস্ট্যান্ডে নেমে যাবেন। সেখান থেকে সিএনজি অটোরিকশায় সরাসরি যেতে পারবেন স্প্রিং ভ্যালি রিসোর্ট।
ফোনঃ ০১৭৩৪৯৮৫৫৫৪, ০১৮৭৩-১১১-৯৯৯ ও ০১৬৮৯-৭৭৭-৪৪৪ ঢাকা অফিসঃ বাড়ি ৪৭৭, সড়ক ৩২, মহাখালী ডিওএইচএস, ঢাকা। ফেসবুক পেজঃ www.facebook.com/SpringValleyResortBD