
এলেঙ্গা রিসোর্ট, টাঙ্গাইল (রেটিং ৬/১০)
টাঙ্গাইলের উল্লেখযোগ্য একটি রিসোর্ট এলেঙ্গা রিসোর্ট। বেশ সাজানো-গোছানো ও খোলামেলা রিসোর্টটির আয়তন প্রায় ৪০০ একর। বাংলাদেশে এতো বড় আয়তনের রিসোর্ট খুব কম দেখা যায়। শিশুদের খেলা, ছোটাছুটি কিংবা বড়দের একটু সবুজে প্রাণভরে নিঃশ্বাস নেয়ার জন্য রিসোর্টটি সাজানো হয়েছে প্রচুর গাছপালা দিয়ে। এখানে এলে গ্রামীণ প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারবেন।
কি কি পাবেন
এলেঙ্গা রিসোর্টে থাকার জন্য মানভেদে নয় ধরণের আলাদা আলাদা কটেজ ও রুম আছে। পাঁচটি পিকনিক স্পট আছে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য। আছে সুইমিংপুল, নৌকাভ্রমণ ও ইনডোর-আউটডোর নানা ধরণের খেলাধুলার ব্যবস্থা। শিশুদের জন্য আছে পার্ক ও রাইড। কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে কনভেনশন রুম, দুটি কনফারেন্স রুম ও একটি মিটিং রুম।
খরচ কেমন
কটেজ ও রুমের মানভেদে রাত্রিযাপনের জন্য খরচ হবে ৩,৫০০-১২,০০০ টাকা পর্যন্ত। এছাড়া কর্পোরেট অনুষ্ঠানের জন্য ভাড়া ৬,৫০০-৩০,০০০ টাকা পর্যন্ত।
কিভাবে যাবেন
ঢাকার গাবতলী থেকে টাঙ্গাইলগামী যে কোন বাসে চড়ে নেমে যাবেন এলেঙ্গায়। এলেঙ্গা মোড় থেকে একটু বামে গেলেই পেয়ে যাবেন এলেঙ্গা রিসোর্ট।
ফোনঃ +৮৮০১৮১৯৪১০০৬২ ওয়েবসাইটঃ http://www.elengaresort.com