যমুনা রিসোর্ট, টাঙ্গাইল

jamuna-resort-tangail
যমুনা রিসোর্ট

যমুনা রিসোর্ট, টাঙ্গাইল (রেটিং ৬/১০)
যমুনা রিসোর্ট বাংলাদেশের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় রিসোর্টগুলোর একটি। ১,২০০ একরের বিশাল জায়গার উপর স্থাপিত এই রিসোর্ট ২০০২ সালে কার্যক্রম শুরু করে। যমুনা নদীর তীরে বঙ্গবন্ধু সেতুর কাছেই এই রিসোর্টটির অবস্থান। বিকেলে যমুনা নদীতে সূর্যাস্ত দেখার জন্য এই রিসোর্ট বিখ্যাত। প্রথমদিকে বেশ ভালো সুনাম থাকলেও এখন সেবার মান আগের মত নেই। ২০১৫ সালের দিকে সেতু কতৃপক্ষের সাথে দেনা-পাওনার মামলায় বেশ কিছুদিন সিলগালা ছিল রিসোর্টটি। পরে চালু হলেও আগের অবস্থায় ফিরে আসতে পারে নি। তাই আপনি যদি আগের মত সাজানো-গোছানো ও উন্নত সেবা আশা করেন তাহলে হতাশ হতে পারেন।

কি কি পাবেন

রিসোর্টে থাকার জন্য বিভিন্ন মানের ১১০টি কটেজ, সুইট ও রুম আছে। এখানে আছে সুইমিং পুল, জিম ও বিভিন্ন ইনডোর-আউটডোর খেলার ব্যবস্থা। কর্পোরেট অনুষ্ঠান আয়োজনের জন্য আছে কনফারেন্স হল। রিসোর্টের বিশাল এলাকায় ঘুরে বেড়াতে পারবেন। নদীতে নৌকা নিয়ে ঘোরার সুযোগও আছে।

খরচ কেমন

কটেজ ও রুমের মানভেদে ভাড়া পড়বে ৫,০০০-৯,০০০ টাকা পর্যন্ত। এছাড়া বিভিন্ন উৎসবে সারাদিন কাটানোর জন্য ৩,০০০-৬,০০০ টাকার বিভিন্ন প্যাকেজও আছে । বুফে লাঞ্চ করতে পারবেন ৫০০-৬০০ টাকায়। এছাড়াও ১০০ জনের কর্পোরেট অনুষ্ঠান আয়োজনের জন্য খরচ হবে ৩,০০,০০০ টাকা। তবে এখানে এখন ক্যাশ ছাড়া কোন কার্ডে পেমেন্ট করতে পারবেন না। তাই যাওয়ার সময় নগদ টাকা নিয়ে যাবেন। 

কিভাবে যাবেন

ঢাকার গাবতলী থেকে সিরাজগঞ্জের যে কোন বাসে চড়ে বঙ্গবন্ধু সেতুর আগে ভূয়াপুর স্টপেজে নেমে যাবেন। সেখান থেকে সিএনজি অটোরিকশা বা রিকশায় যেতে পারবেন যমুনা রিসোর্ট। এছাড়া আপনি চাইলে ট্রেনেও যেতে পারেন। ঢাকার যে কোন স্টেশন থেকে উত্তরবঙ্গগামী ট্রেনে বঙ্গবন্ধু সেতু পুর্বে নামবেন। সেখান থেকে সিএনজি অটোরিকশায় যেতে পারবেন রিসোর্টে। 

 ফোনঃ ০১৮৭৩১১১৯৯৯,০১৭১১৮১৬৮০৭ ওয়েবসাইটঃ https://jamuna-resort-hotel.business.site/