রয়েল রিসোর্ট, টাঙ্গাইল

royal-resort-tangail
রয়েল রিসোর্ট

রয়েল রিসোর্ট, টাঙ্গাইল (রেটিং ৫/১০)
টাঙ্গাইলের ধনবাড়ীর নওয়াব আলীর প্রাসাদ প্রাঙ্গনকে নতুন করে সাজিয়ে গড়ে তোলা হয়েছে রয়েল রিসোর্ট। এটি মূলত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তাই অধিকাংশ দর্শনার্থী এখানে আসেন প্রাসাদগুলো ঘুরে দেখার জন্য। থাকার জন্য আদর্শ না হলেও এখানে থাকার ব্যবস্থা আছে। জমিদারি আমলের বিলাসী আসবাব ও অভিজাত পরিবেশে যদি কয়েকটি দিন কাটাতে চান তাহলে চলে যেতে পারেন রয়েল রিসোর্ট।

কি কি পাবেন

যেহেতু এটা ছিল নওয়াব আলীর প্রাসাদ, তাই আপনিও প্রাচীন জমিদারি আভিজাত্যের স্বাদ নিতে পারবেন এখানে থাকলে। এছাড়া আধুনিক কিছু কটেজও আছে থাকার জন্য। থাকার পাশাপাশি নওয়াব মঞ্জিল, নওয়াব শাহী মসজিদ, বিশাল দীঘি এসবও দেখতে পাবেন এখানে। ভবনগুলো আদি আমলের হলেও ভেতরে সকল আধুনিক সুবিধাই রাখা হয়েছে। আছে কনফারেন্স রুম ও কনভেনশন হল। রিসোর্টের রেস্টুরেন্টে স্থানীয় খাবারের স্বাদ নিতে পারবেন।

কেমন খরচ

এখানে বাংলো, কটেজ, নবাব প্যালেস ও ভিলা এই চার ধরণের ভবনে থাকার ব্যবস্থা আছে। এগুলোতে থাকতে ২,৫০০-৭,০০০ টাকা খরচ হবে। 

কিভাবে যাবেন

ঢাকার গাবতলী থেকে টাঙ্গাইলগামী যে কোন বাসে চড়ে নেমে যাবেন এলেঙ্গায়। সেখান থেকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক ধরে কালিহাতী, মধুপুর পার হয়ে ধনবাড়ী বাস স্টপেজে থামবেন। বাস স্টপেজ থেকে হাতের ডানে আধা কিলোমিটার এগোলেই রয়েল রিসোর্ট ।

ফোনঃ ০১৯১১৯৫৬৩৫৭,০১৭৪৯৪১৯৯৪০ ওয়েবসাইটঃ http://www.royalresortholidays.com/