
সায়রা গার্ডেন রিসোর্ট, নারায়ণগঞ্জ (রেটিং ৬/১০) নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় নতুন করে গড়ে উঠেছে সায়রা গার্ডেন রিসোর্ট। রিসোর্টটি আয়তনে তেমন বড় নয়, তবে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এটিকে। ঢাকা থেকে এই রিসোর্টের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। নারায়ণগঞ্জ বা আশেপাশের মানুষের একটু অবকাশযাপনের জন্যও এই রিসোর্টটি জনপ্রিয় হয়ে উঠেছে।
কি কি পাবেন
সায়রা গার্ডেন রিসোর্টে পুকুরের উপর কাঠে তৈরি কটেজগুলো আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করবে। এছাড়া থাকার জন্য আরও কয়েক ধরণের রুম পাওয়া যাবে। রিসোর্টের বড় সুইমিংপুলটি বেশ সুন্দর ও পরিচ্ছন্ন। এখানে আছে জিম, মাছ ধরা, নৌকা ভ্রমণ, বারবিকিউ করার সুবিধা। কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে ২০০ জন ধারণক্ষমতার একটি কনফারেন্স হল।
কেমন খরচ
রাত্রিযাপনের জন্য মানভেদে কটেজ ও রুমের খরচ পড়বে ৪,৫০০-১১,০০০ টাকা পর্যন্ত। কনফারেন্স হলের ভাড়া ৭০,০০০ টাকা।
কিভাবে যাবেন
ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ বা মেঘনাগামী যে কোন বাসে চড়ে নেমে যাবেন মদনপুর বাস স্ট্যান্ডে। মদনপুর থেকে হাতের বামে মাত্র এক কিলোমিটার গেলেই পেয়ে যাবেন সায়রা গার্ডেন রিসোর্ট।
ফোনঃ +০৮৮০১৭৪৬ ০৮০৮৫৬, +৮৮০১৭৮৭ ৬৯৬৫২৮ ওয়েবসাইটঃ http://shairagardenresorts.com/