
সোনারগাঁ রয়েল রিসোর্ট, নারায়ণগঞ্জ (রেটিং ৬/১০) সোনারগাঁ রয়েল রিসোর্ট সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর ও পানাম নগরের কাছেই অবস্থিত। আয়তনে তেমন বড় না হলেও রিসোর্টটি বেশ গোছানো। রিসোর্ট প্রাঙ্গনে একটি ছোট সুইমিং পুল আছে। রিসোর্টের ছাদ থেকে বিশাল দীঘি ও সবুজ প্রান্তর দেখা যায়। রিসোর্টের আবাসিক ভবনগুলোর নির্মাণশৈলী আলাদাভাবে নজর কাড়ে। যারা দূর থেকে সোনারগাঁ জাদুঘর, পানাম নগর ও অন্যান্য দর্শনীয় স্থান দেখতে আসেন এখানে তাদের রাত্রিবাসের জন্য একমাত্র ভালো জায়গা সোনারগাঁ রয়েল রিসোর্ট।
কি কি পাবেন
এই রিসোর্টে পাঁচ ধরণের রুম ও সুইটের পাশাপাশি রয়েছে বিলিয়ার্ড ও অন্যান্য ইনডোর গেমের ব্যবস্থা। এছাড়া আছে রেস্টুরেন্ট ও বারবিকিউ করার ব্যবস্থাও। রিসোর্ট থেকে আপনি পায়ে হেঁটেই ঘুরে আসতে পারবেন সোনারগাঁ জাদুঘর, পানাম নগর, খাসনগর দীঘি, গিয়াস উদ্দিন আজম শাহের মাজার ও মেঘনা নদী। এখানকার দুটি কনভেনশন হলে আয়োজন করা যাবে কর্পোরেট ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠান।
কেমন খরচ
ডিলাক্স থেকে সেমি সুইট পর্যন্ত বিভিন্ন মানের রুমের ভাড়া ৮,০৫০-১৩,৮০০ টাকা পর্যন্ত। প্রতিটি রুমে থাকবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তবে অন্যান্য খাবারের বিল আলাদা দিতে হবে।
কিভাবে যাবেন
ঢাকার গুলিস্তান থেকে প্রতিদিন সোনারগাঁর উদ্দেশ্যে অসংখ্য বাস ছেড়ে যায়। বাসযোগে মোগড়াপাড়া বাসস্ট্যান্ড নেমে যাবেন। সেখান থেকে সিএনজি অটোরিকশা বা রিকশাযোগে সরাসরি যেতে পারবেন সোনারগাঁ রয়েল রিসোর্ট।
ফোনঃ ০১৭০৯৩৭১৬৮০, ০১৭০৯৩৭১৬৮১ ওয়েবসাইটঃ http://sonargaonroyalresort.com/