হেরিটেজ রিসোর্ট এন্ড স্পা, নরসিংদী

heritage-resort-and-spa-norshingdi
হেরিটেজ রিসোর্ট এন্ড স্পা

হেরিটেজ রিসোর্ট এন্ড স্পা, নরসিংদী (রেটিং ৭/১০) নরসিংদীর একমাত্র আন্তর্জাতিক মানের রিসোর্ট হেরিটেজ। প্রায় ৫০ একর জমির উপর স্থাপিত রিসোর্টটিতে আধুনিক সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে। রিসোর্টের নজরকাড়া স্থাপত্য আপনার ভালো লাগবে। নিরিবিলি পরিবেশ, মানসম্মত সেবাও আপনার পছন্দ হবে। এখানে এসে সবচেয়ে বেশি আনন্দ পাবে শিশুরা। কারণ এখানে শিশুদের জন্য ব্যবস্থা করা হয়েছে আন্তর্জাতিক মানের আধুনিক খেলার জোন।

কি কি পাবেন

হেরিটেজ রিসোর্ট এন্ড স্পা তিন ধরণের আবাসনের ব্যবস্থা করেছে। তালতলা ভিলেজ, ভিলা ও ওয়াটার কটেজ। লতাগুল্মে ঘেরা ওয়াটার কটেজগুলো লেকের পানির উপরে তৈরি করা হয়েছে।  শিশুদের কিডস জোনের পাশাপাশি আধুনিক থ্রিডি গেম জোনও আছে। ওয়েভিং পুলে নেমে স্বাদ নিতে পারবেন সমুদ্রের ঢেউয়ের। জিম, স্পা তো আছেই। রিসোর্টের রেস্টুরেন্টে দেশি বিদেশী নানান ধরণের খাবার পেয়ে যাবেন। এছাড়া কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে কনফারেন্স হল।

কেমন খরচ

রাতে থাকার জন্য তালতলা ভিলেজের ভাড়া ৬,৬৬৬ টাকা, ভিলার ভাড়া ৮,৮৮৮ টাকা এবং ওয়াটার কটেজের ভাড়া ১১,১১১ টাকা।

কিভাবে যাবেন

ঢাকার গুলিস্তান বা মহাখালী থেকে নরসিংদিগামী যে কোন বাসে চড়ে সরাসরি যেতে পারবেন হেরিটেজ রিসোর্টে। নরসিংদীর কাছাকাছি ড্রিম হলিডে পার্কের একটু আগেই হেরিটেজ রিসোর্ট।

ফোনঃ +৮৮০১৪০৪৪০৪৮৫৩, +৮৮০১৪০৪৪০৪৮৫৪ ওয়েবসাইটঃ http://www.heritageresortbd.com/