গাজীপুরের সেরা রিসোর্ট (রেটিং সহ)

পরিবারের সদস্য বা বন্ধুদের নিয়ে নিরিবিলি ও শান্ত পরিবেশে একান্তে কিছু সময় বেড়ানোর সুযোগ থাকায় বাংলাদেশের রিসোর্টগুলো দিনদিন জনপ্রিয় হচ্ছে। এই সুযোগে দেশে ভালো রিসোর্টের পাশাপাশি ব্যাঙের ছাতার মত মানহীন ও নিরাপত্তাহীন শত শত রিসোর্ট গড়ে উঠেছে। ফলে অনেকক্ষেত্রেই এসব রিসোর্টের খোঁজ-খবর না নিয়ে সেবা নিতে গিয়ে বহু মানুষ হতাশ হচ্ছেন বা প্রতারিত হচ্ছেন।

তাই যারা রিসোর্টে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য ‘ওয়ান্ডারফুল বাংলাদেশ’ টিম এই ক্ষেত্রে বিশেষজ্ঞ মতামত ও জরিপের মাধ্যমে রেটিং সহ বাংলাদেশের মানসম্মত সকল রিসোর্টের একটি তালিকা করেছে। এর মূল উদ্দেশ্য মানুষ যাতে সহজেই তাদের পছন্দের রিসোর্টটি বেছে নিতে পারেন। রেটিং করার ক্ষেত্রে আমরা রিসোর্টগুলোর সৌন্দর্য, সেবার মান, নিরাপত্তা, সেবার মূল্য ও যাতায়াত ব্যবস্থা এসব বিবেচনা করেছি। প্রথম ধাপে আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি রিসোর্ট যে এলাকায়, সেই গাজীপুরের রিসোর্টগুলোর তালিকা তুলে ধরেছি। এই তালিকা প্রতি ৬ মাস অন্তর আপডেট করা হবে।

০১। জল ও জঙ্গলের কাব্য, গাজীপুর (রেটিং ৯/১০)

jolojongoler_kabbo
জল ও জঙ্গলের কাব্য

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ডানদিকে গিয়ে পুবাইল কলেজ গেট। কলেজ গেট থেকে বাম দিকের পুবাইল-জয়দেবপুর সড়কধরে তিন কিলোমিটার গেলেই পেয়ে যাবেন জল ও জঙ্গলের কাব্য। খরচ কেমনঃ ডে প্যাকেজ জনপ্রতি ৪,০০০ টাকা। রাতে থাকলে জনপ্রতি লাগবে ৫,৫০০ টাকা। ফোনঃ ০১৯১৯৭৮২২৪৫, ০১৭১৯৫২৩০১৬ ওয়েবসাইটঃ http://www.jolojongol.com/

০২। নক্ষত্রবাড়ী রিসোর্ট ও কনফারেন্স সেন্টার, গাজীপুর (রেটিং ৮/১০)

nokkhotrobari resort
নক্ষত্রবাড়ী রিসোর্ট

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তায় এসে সেখান থেকে ময়মনসিংহ রোড ধরে যেতে হবে রাজেন্দ্রপুরের রাজাবাড়িতে। রাজাবাড়ি বাজারে ডান দিকে গিয়ে দুই কিলোমিটার এগোলেই চিনাশুখানিয়া গ্রামে পেয়ে যাবেন নক্ষত্রবাড়ি রিসোর্ট। খরচ কেমনঃ দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য ৫০০ টাকা। হোটেল ও কটেজ ভাড়াঃ ৬,৯৫৮ থেকে ২৭,৮৩০ টাকা। কনফারেন্স হল ভাড়াঃ ৩০,০০০ টাকা। ভাড়া সংক্রান্ত বিস্তারিত দেখুন এখানেফোনঃ ০১৮৭৩১১১৯৯৯,০১৯১৯৩১৮০০৯ ওয়েবসাইটঃ http://nokkhottrobari.com/

nisorgo-gif-for-camping-tent

০৩। ব্র্যাক সিডিএম রিসোর্ট, গাজীপুর (রেটিং ৮/১০)

brac-cdm-resort
ব্র্যাক সিডিএম রিসোর্ট

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ সড়ক ধরে ভাওয়াল জাতীয় উদ্যানের অবারিত স্বাধীনতা চৌরাস্তায় থামবেন। চৌরাস্তা থেকে হাতের বামের রাস্তায় এক কিলোমিটার গেলেই পেয়ে যাবেন ব্র্যাক সিডিএম রিসোর্ট। খরচ কেমনঃ ডিলাক্স টুইন থেকে প্রিমিয়াম সুইট পর্যন্ত শ্রেনিভেদে ভাড়া পড়বে ৭,০০০-১৬,০০০ টাকা পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানেফোনঃ +৮৮০১৭৮৭৬৮০৮৫৮, +৮৮০১৭৮৭৬৮০৯২৬ ওয়েবসাইটঃ  http://braccdm.com/rajendrapur/

০৪। ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা, গাজীপুর (রেটিং ৮/১০)

bhawal-resort-and-spa-gazipur
ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে ময়মনসিংহ সড়ক ধরে ভাওয়াল জাতীয় উদ্যান পেরিয়ে মেম্বারবাড়ী এলাকায় নেমে যাবেন। সেখান থেকে পাঁচ পীরের মাজার সড়ক ধরে তিন কিলোমিটার দূরে নলজাহনি গ্রামে গেলেই ভাওয়াল রিসোর্ট পেয়ে যাবেন। খরচ কেমনঃ রিসোর্টের কটেজে প্রতিরাতে ভাড়া ১২,৮০০-২৪,০০০ টাকা পর্যন্ত। ভাড়া সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন এখানেফোনঃ +৮৮০১৮৭১০০৪০০৭ ওয়েবসাইটঃ https://www.bhawalresort.com/

০৫। গ্রীন ভিউ গলফ রিসোর্ট, গাজীপুর (রেটিং ৮/১০)

green-view-golf-resort-gazipur
গ্রীন ভিউ গলফ রিসোর্ট

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ সড়ক ধরে মাওনার আগে গড়গড়িয়া মাস্টারবাড়ি নেমে যাবেন। সেখান থেকে হাতের ডানের সড়ক ধরে তিন কিলোমিটার গেলেই গ্রীন ভিউ গলফ রিসোর্ট। খরচ কেমনঃ মানভেদে ভিলা ও সুইট রুমে রাত্রিযাপনে খরচ পড়বে ৯,৮০০-২০,০০০ টাকা পর্যন্ত। ফোনঃ +৮৮ ০৯৬১৪৭৩৩৬৮৪ ওয়েবসাইটঃ http://www.greenviewgolfresort.com/Home/

০৬। রাজেন্দ্র ইকো রিসোর্ট, গাজীপুর (রেটিং ৭/১০)

Rajendra Eco Resort

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ সড়ক ধরে যেতে হবে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজ। কলেজের সামনেই বাম দিকের সড়ক ধরে প্রায় সাত কিলোমিটার গেলেই পেয়ে যাবেন রাজেন্দ্র ইকো রিসোর্ট। খরচ কেমনঃ ডে প্যাকেজে একটি রুমের ভাড়া ৫,৫০০ টাকা। সাথে থাকবে সকালের নাস্তা, লাঞ্চ, বিকেলের নাস্তা, পানি ও রিসোর্টের অন্যান্য সকল সুবিধা উপভোগ করার সুযোগ। আর দুজনের রাত্রিযাপনের জন্য ভাড়া পড়বে খাবারসহ ৯,০০০ টাকা। ফোনঃ ০১৯১৯৩১৮০০৯, ০৯৬৮৯১১১৯৯৯ ওয়েবসাইটঃ http://rajendraecoresort.com/

০৭। ছুটি রিসোর্ট, গাজীপুর (রেটিং ৭/১০)

chuti-resort-gazipur
ছুটি রিসোর্ট

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে যেতে হবে জয়দেবপুর সড়কের আমতলী বাজারে। আমতলী বাজার থেকে বামের সড়ক ধরে প্রায় এক কিলোমিটার গেলেই পেয়ে যাবেন ছুটি রিসোর্ট। খরচ কেমনঃ কটেজ ভাড়া ৩,০০০-১০,০০০ টাকা। কনফারেন্স রুম ২০,০০০-৫০,০০০ টাকা। পিকনিকের জন্য ১০০ থেকে ২০০ জনের ভাড়া ৯০,০০০ টাকা। কটেজের ভাড়া সংক্রান্ত বিস্তারিত দেখুন এখানেফোনঃ ০১৭৭৭১১৪৪৮৮, ০১৭৭৭১১৪৪৯৯ ওয়েবসাইটঃ http://www.chutiresort.com/

০৮। রাঙ্গামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট, গাজীপুর (রেটিং ৭/১০)

rangamati-waterfront-resort-gazipur
রাঙ্গামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে গাজীপুরের চৌরাস্তা হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে থামবেন শফিপুর বাজারে। শফিপুর বাজার থেকে সিনবাহ সড়কধরে দুই কিলোমিটার দূরে সিনবাহ বাজার। সিনবাহ বাজার থেকে বামের রাস্তা ধরে দুই কিলোমিটার গেলেই রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট। খরচ কেমনঃ প্লাটিনাম, গোল্ড ও সিলভার কটেজ ভাড়া ৭,০০০-১২,০০০ হাজার টাকা পর্যন্ত। পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের ভাড়া ৮০,০০০-১,০০,০০০ টাকা। ফোনঃ ০১৮১১৪১৪০৭৪,০১৯১৯৩১৮০০৯ ওয়েবসাইটঃ www.rangamatiwaterfront.com

০৯। ড্রিম স্কয়ার রিসোর্ট, গাজীপুর (রেটিং ৭/১০)

dream-square-resort-gazipur
ড্রিম স্কয়ার রিসোর্ট

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ সড়ক ধরে নেমে যাবেন মাওনা চৌরাস্তা এলাকায়। সেখান থেকে বামের সড়ক ধরে তিন কিলোমিটার গিয়ে সোলিং মোড়ে নামবেন। সোলিং মোড় থেকে ডানের সড়ক ধরে প্রায় চার কিলোমিটার গেলেই পেয়ে যাবেন ড্রিম স্কয়ার রিসোর্ট। খরচ কেমনঃ কটেজ ও রুমের মানভেদে ভাড়া ৫,০০০-৪৫,০০০ টাকা পর্যন্ত। কর্পোরেট অনুষ্ঠানের জন্য জনপ্রতি খরচ হবে ৩,০০০ টাকা। হটলাইনঃ ০১৪০৭০০৪৬০৭-১০ ওয়েবসাইটঃ http://www.dreamsquareresort.com/index.html

১০। আনন্দ রিসোর্ট, গাজীপুর (৭/১০)

Ananda resort
আনন্দ রিসোর্ট

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে গাজীপুরের চৌরাস্তা হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে থামবেন শফিপুর বাজারে। শফিপুর বাজার থেকে সিনবাহ সড়কধরে দুই কিলোমিটার দূরে সিনবাহ বাজারে গেলেই পেয়ে যাবেন আনন্দ রিসোর্ট। খরচ কেমনঃ কটেজগুলোর ভাড়া মানভেদে ৩,০০০-১০,০০০ টাকা পর্যন্ত। কনফারেন্স হলের ভাড়া ৪০,০০০ টাকা, আর পুরো পিকনিক স্পট একদিনের জন্য নিতে চাইলে লাগবে ৩,৫০,০০০ টাকা। ফোনঃ ০২-৯১২৫৭৭৮,০১৯১৯৩১৮০০৯, ০১৬৮৯৭৭৭৪৪৪ ওয়েবসাইটঃ www.anandaresort.com.bd

১১। সারাহ রিসোর্ট, গাজীপুর (রেটিং ৭/১০)

sarah-resort-gazipur
সারাহ রিসোর্ট

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা-কাপাসিয়া সড়কের পাবুররাস্তায় থামবেন। সেখান থেকে ডানের রাস্তা ধরে এক কিলোমিটার ভেতরে গেলেই পাবেন সারাহ রিসোর্ট। খরচ কেমনঃ সারা দিনের জন্য প্রবেশ করলে দুপুরের খাবারসহ জনপ্রতি খরচ হবে ৩,০০০ টাকা। আর রাতে থাকতে চাইলে ভিলা, কটেজ ও রুমভেদে প্রতিরাতের জন্য ভাড়া পড়বে ৮,০০০-৬০,০০০ টাকা পর্যন্ত। ফোনঃ +৮৮০১৯৮০০০৩০০০ ওয়েবসাইটঃ http://www.sarahresort.com

১২। দ্যা বেস ক্যাম্প বাংলাদেশ, গাজীপুর (রেটিং ৭/১০)

the-base-camp-bangladesh
দ্যা বেস ক্যাম্প বাংলাদেশ

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ সড়ক ধরে ভাওয়াল জাতীয় উদ্যানের বিপরীতে গেলেই দ্যা বেস ক্যাম্প বাংলাদেশ রিসোর্ট। খরচ কেমনঃ তাবু, নেচার রুম, বাংলো ও অন্যান্য রুমের ভাড়া মানভেদে ২,৫০০-১২,০০০ টাকা পর্যন্ত। সাথে থাকবে বিভিন্ন এক্টিভিটি ও খাবার। কনফারেন্স রুমের ভাড়া ২৫,০০০ টাকা। ভাড়া সংক্রান্ত বিস্তারিত দেখুন এখানেফোনঃ ০১৯৯৫৩৩৩১১১, ০১৯৫৩৭৭৭৯৯৯ ও ০১৯৪২৭৭৭৯৯৯ ওয়েবসাইটঃ http://thebasecampbd.com/home

১৩। স্প্রিং ভ্যালি রিসোর্ট, গাজীপুর (রেটিং ৬/১০)

spring-valley-gazipur
স্প্রিং ভ্যালি রিসোর্ট

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে গাজীপুরের সালনা বাসস্ট্যান্ডে নেমে যাবেন। সরাসরি যেতে পারবেন স্প্রিং ভ্যালি রিসোর্ট। খরচ কেমনঃ ডে প্যাকেজ জনপ্রতি ১,৫০০ টাকা। এই প্যাকেজে থাকবে সকালের নাস্তা, লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স ও খাবার পানিসহ রিসোর্টের অন্যান্য সুবিধা। ফোনঃ ০১৭৩৪৯৮৫৫৫৪, ০১৮৭৩-১১১-৯৯৯ ও ০১৬৮৯-৭৭৭-৪৪৪ ঢাকা অফিসঃ বাড়ি ৪৭৭, সড়ক ৩২, মহাখালী ডিওএইচএস, ঢাকা। ফেসবুক পেজঃ www.facebook.com/SpringValleyResortBD

১৪। অঙ্গনা রিসোর্ট গাজীপুর (রেটিং ৬/১০)

angana-resort-gazipur
অঙ্গনা রিসোর্ট

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা-কাপাসিয়া সড়কের পাবুররাস্তায় থামবেন। সেখান থেকে এক কিলোমিটার দক্ষিণে সূর্যনারায়ণপুর গ্রামে অঙ্গনা রিসোর্ট। খরচ কেমনঃ কটেজগুলোর প্রতি কক্ষ ভাড়া ৫,০০০-৭,০০০ টাকা। পিকনিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য সম্পুর্ন রিসোর্টের ভাড়া ৮০,০০০-১,০০,০০০ টাকা। ওয়েবসাইটঃ http://www.anganaresort.com/ ফেসবুক পেজঃ https://www.facebook.com/anganaresort

১৫। আরশিনগর হলিডে রিসোর্ট, গাজীপুর (রেটিং ৬/১০)

arshinagar-resort-gazipur

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে চলে যাবেন শিমুলতলী সড়ক ধরে প্রায় ৬ কিলোমিটার গেলেই পাজুলিয়া গ্রামে পেয়ে যাবেন আরশিনগর রিসোর্ট। খরচ কেমনঃ ডে প্যাকেজে জনপ্রতি খরচ ২,০০০ টাকা। চারজনের দল হলে একটি রুমও পাবেন। খাবার ছাড়া প্রতি রাতে থাকার জন্য খরচ হবে কটেজ ও রুমের মানভেদে ৬,০০০-১০,০০০ টাকা পর্যন্ত। ফোনঃ +৮৮০১৯৭৬৪৬২৬৬১, +৮৮০১৬২৬৪৬২৬৬১ ওয়েবসাইটঃ http://www.arshinagarpicnicspot.com/

১৬। গ্রীনটেক রিসোর্ট, গাজীপুর (রেটিং ৬/১০)

greentech-resort-gazipur
গ্রীনটেক রিসোর্ট

কিভাবে যাবেনঃ গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ সড়ক ধরে নেমে যাবেন ভবানিপুরে। ভবানিপুর থেকে ডানদিকের রাস্তা ধরে দুই কিলোমিটার গেলেই পেয়ে যাবেন গ্রীনটেক রিসোর্ট। খরচ কেমনঃ ডে প্যাকেজে খরচ হবে জনপ্রতি ১,৭৫০ টাকা। কটেজ ও রুমের মানভেদে ভাড়া পড়বে ৪,০০০-১৫,০০০ টাকা পর্যন্ত। হলরুম ভাড়া পড়বে ১৫,০০০-৬০,০০০ টাকা পর্যন্ত। ফোনঃ ০১৭১৫১০৫৭৭০, ০১৯১৯৩১৮০০৯ ওয়েবসাইটঃ www.greentech-resort.com

১৭। রিভেরী হলিডে রিসোর্ট, গাজীপুর (রেটিং ৬/১০)

reverie-holiday-resort
রিভেরী হলিডে রিসোর্ট

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে শিমুলতলী সড়ক ধরে সালনা নামক স্থানে নেমে যাবেন। সালনা থেকে বামের সড়ক ধরে দুই কিলোমিটার গেলেই পেয়ে যাবেন রিভেরী রিসোর্ট। খরচ কেমনঃ কটেজ ও রুমভেদে জনপ্রতি ভাড়া ৩,৫০০-৯,০০০ টাকা। অন্যান্য সকল খরচ দেখার জন্য ক্লিক করুন এখানে ফোনঃ +৮৮০১৭০৫৫৬৬৩৩৫-৬ ওয়েবসাইটঃ http://www.reverie.com.bd/

১৮। অরণ্যবাস রিসোর্ট, গাজীপুর (রেটিং ৬/১০)

aronnobash-resort-gazipur
অরণ্যবাস রিসোর্ট

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ডানদিকে প্রায় ১০ কিলোমিটার গিয়ে থামবেন পুবাইল কলেজ গেটে। কলেজ গেট থেকে বামের সড়ক ধরে ২ কিলোমিটার গেলেই পেয়ে যাবেন অরণ্যবাস রিসোর্ট। খরচ কেমনঃ সারাদিনের প্যাকেজের খরচ জনপ্রতি ২,১০০ টাকা। রাতের প্যাকেজে খরচ হবে জনপ্রতি ৩,৭০০ টাকা। কর্পোরেট অনুষ্ঠানের জন্য সরাসরি কথা বলুন এখানেফোনঃ ০১৭১১৪৭৭৪৬৮ ওয়েবসাইটঃ http://aronnobashbd.com/Ab/index.php

১৯। আপন ভুবন রিসোর্ট, পুবাইল (রেটিং ৫/১০)

apan-bhubon-resort-gazipur
আপন ভুবন রিসোর্ট

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে টঙ্গি-কালিগঞ্জ সড়ক ধরে পুবাইল কলেজ রোড গিয়ে সেখান থেকে ডানে গেলেই আপন ভুবন রিসোর্ট। খরচ কেমনঃ আপন ভুবন রিসোর্টে একদিনের ভাড়া ১,০০০-৫,০০০ টাকা। অতিথিদের জন্য রিসোর্টের অন্যান্য সুবিধাগুলো উন্মুক্ত। ফোনঃ ০১৭৩৬৮৯৬৬৬১, ০১৬৩২৫৫৫৩৩৩, ০১৬৩৬৯৯৯৩৩৩ ওয়েব সাইটঃ http://www.aponbhubonresort.com/ ফেইসবুক পেজঃ www.facebook.com/aponbhubonpicnic

nisorgo-gif-for-camping-tent