পরিবারের সদস্য বা বন্ধুদের নিয়ে নিরিবিলি ও শান্ত পরিবেশে একান্তে কিছু সময় বেড়ানোর সুযোগ থাকায় বাংলাদেশের রিসোর্টগুলো দিনদিন জনপ্রিয় হচ্ছে। এই সুযোগে দেশে ভালো রিসোর্টের পাশাপাশি ব্যাঙের ছাতার মত মানহীন ও নিরাপত্তাহীন শত শত রিসোর্ট গড়ে উঠেছে। ফলে অনেকক্ষেত্রেই এসব রিসোর্টের খোঁজ-খবর না নিয়ে সেবা নিতে গিয়ে বহু মানুষ হতাশ হচ্ছেন বা প্রতারিত হচ্ছেন।
তাই যারা রিসোর্টে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য ‘ওয়ান্ডারফুল বাংলাদেশ’ টিম এই ক্ষেত্রে বিশেষজ্ঞ মতামত ও জরিপের মাধ্যমে রেটিং সহ বাংলাদেশের মানসম্মত সকল রিসোর্টের একটি তালিকা করেছে। এর মূল উদ্দেশ্য মানুষ যাতে সহজেই তাদের পছন্দের রিসোর্টটি বেছে নিতে পারেন। রেটিং করার ক্ষেত্রে আমরা রিসোর্টগুলোর সৌন্দর্য, সেবার মান, নিরাপত্তা, সেবার মূল্য ও যাতায়াত ব্যবস্থা এসব বিবেচনা করেছি। দ্বিতীয় ধাপে আমরা গাজীপুর ছাড়া ঢাকা বিভাগের রিসোর্টগুলোর তালিকা তুলে ধরেছি। এই তালিকা প্রতি ৬ মাস অন্তর আপডেট করা হবে।
শুধু গাজীপুরের সেরা রিসোর্টগুলো দেখুন এখানে।
পদ্মা রিসোর্ট, মুন্সিগঞ্জ (রেটিং ৮/১০)

কিভাবে যাবেনঃ ঢাকার গুলিস্তান থেকে লৌহজংগামী যে কোন বাসে চড়ে মাওয়া পার হয়ে সরাসরি নামবেন লৌহজং পুলিশ ফাঁড়ির সামনে। সেখান থেকে রিসোর্টের নৌকা আপনাকে পদ্মা পাড়ি দিয়ে নিয়ে যাবে রিসোর্টে। যারা গাড়ি নিয়ে যাবেন নদীর পাড়েই তাদের গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে। কেমন খরচঃ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি ডুপ্লেক্স কটেজের ভাড়া ২,৩০০ টাকা। আর যদি রাত কাটাতে চান তাহলে ভাড়া পড়বে ৩,৫০০ টাকা। একটি কটেজে অনায়াসে ৫-৬ জন থাকতে পারবেন। খাবারের খরচ আলাদা। খাবারের জন্য জনপ্রতি খরচ পড়বে ৫০০-৮০০ টাকা। ফোনঃ ৮৬২৮৮৭৮,০১৭১২-১৭০৩৩০ ওয়েবসাইটঃ http://padmaresort.net/
মাওয়া রিসোর্ট, মুন্সিগঞ্জ (রেটিং ৬/১০)

কেমন খরচঃ দর্শনার্থী হিসেবে প্রবেশ করতে চাইলে ৫০ টাকা দিয়ে টিকিট নিতে হয়। আর সারাদিনের প্যাকেজ আছে ৩,০০০-১০,০০০ টাকা পর্যন্ত। রাতে থাকতে চাইলে কটেজভেদে খরচ পড়বে ৩,৫০০-১২,০০০ টাকা পর্যন্ত। খাবারের জন্য আলাদা মূল্য পরিশোধ করতে হবে। এই রিসোর্টের খরচ সংক্রান্ত বিস্তারিত দেখুন এখানে। কিভাবে যাবেনঃ ঢাকার গুলিস্তান থেকে মাওয়াগামী যে কোন বাসে চড়ে মাওয়া নেমে ডানদিকের সড়ক ধরে দুই কিলোমিটার গেলেই পেয়ে যাবেন মাওয়া রিসোর্ট। ফোনঃ ০১৭১১০৫৭৯৪৭, ০১৭৫৫৫৯২৫৮৫ ওয়েবসাইটঃ http://mawaresort.com/
এম জে হলিডে রিসোর্ট, মুন্সিগঞ্জ (রেটিং ৬/১০)

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে প্রতিদিন রিসোর্টের নিজস্ব পরিবহন ঢাকা কলেজের সামনের ফুয়েল পাম্প থেকে সকাল ৭টা, সকাল ১০টা, দুপুর ২টা ও সন্ধ্যা ৬টাআয় ছেড়ে যায়। চাইলে সেগুলোতে চড়ে সরাসরি যেতে পারেন রিসোর্টে। এছাড়া গুলিস্তান থেকে সিরাজদিখানগামী যে কোন বাসে চড়েও যেতে পারেন এম জে রিসোর্টে। কেমন খরচঃ দিনে দিনে ঘুরে যাওয়ার জন্য আছে বেশ কিছু ডে-আউট প্যাকেজ। ৯০০-১,৫০০ টাকার এসব প্যাকেজে পাবেন সকালের নাস্তা, লাঞ্চ ও সন্ধ্যার নাস্তা। সাথে থাকবে মাছ ধরাসহ বিভিন্ন রাইড উপভোগের সুযোগ। রাতে থাকার জন্য তিন ধরণের রুমে খরচ পড়বে ২,৫০০-৪,৫০০ টাকা পর্যন্ত। ফোনঃ ০১৯৩১৪১০০৭০ ওয়েবসাইটঃ https://mjholidayresort.com/
মেঘনা ভিলেজ রিসোর্ট, মুন্সিগঞ্জ (রেটিং ৫/১০)

কিভাবে যাবেনঃ ঢাকার গুলিস্তান থেকে ভবেরচর, দাউদকান্দি বা গৌরীপুরগামী যে কোন বাসে মেঘনা সেতু পার হয়ে নেমে যাবেন বালুয়াকান্দি স্টপেজে। সেখান থেকে হেঁটেই চলে যেতে পারবেন মেঘনা ভিলেজে। কেমন খরচঃ ভিলেজে দর্শনার্থী প্রবেশ ফি ৫০ টাকা। কটেজগুলো দিনের বেলা ভাড়া ৪,৫০০-৮,০০০ টাকা পর্যন্ত। রাতে থাকতে চাইলে ভাড়া পড়বে রুমভেদে ৭,৫০০-৯,০০০ টাকা। বিস্তারিত দেখুন এখানে। ফোনঃ ০১৭১৮৪৭১৯৬১, ০১৮১৭১০৪১২৬ ওয়েবসাইটঃ http://megnavillage.webs.com/
যমুনা রিসোর্ট, টাঙ্গাইল (রেটিং ৬/১০)

কিভাবে যাবেনঃ ঢাকার গাবতলী থেকে সিরাজগঞ্জের যে কোন বাসে চড়ে বঙ্গবন্ধু সেতুর আগে ভূয়াপুর স্টপেজে নেমে যাবেন। সেখান থেকে সিএনজি অটোরিকশা বা রিকশায় যেতে পারবেন যমুনা রিসোর্ট। এছাড়া আপনি চাইলে ট্রেনেও যেতে পারেন। ঢাকার যে কোন স্টেশন থেকে উত্তরবঙ্গগামী ট্রেনে বঙ্গবন্ধু সেতু পুর্বে নেমে সিএনজি অটোরিকশায় যেতে পারবেন রিসোর্টে। খরচ কেমনঃ কটেজ ও রুমের মানভেদে ভাড়া পড়বে ৫,০০০-৯,০০০ টাকা পর্যন্ত। এছাড়া বিভিন্ন উৎসবে সারাদিন কাটানোর জন্য ৩,০০০-৬,০০০ টাকার বিভিন্ন প্যাকেজও আছে । বুফে লাঞ্চ করতে পারবেন ৫০০-৬০০ টাকায়। এছাড়াও ১০০ জনের কর্পোরেট অনুষ্ঠান আয়োজনের জন্য খরচ হবে ৩,০০,০০০ টাকা। তবে এখানে এখন ক্যাশ ছাড়া কোন কার্ডে পেমেন্ট করতে পারবেন না। তাই যাওয়ার সময় নগদ টাকা নিয়ে যাবেন। ফোনঃ ০১৮৭৩১১১৯৯৯,০১৭১১৮১৬৮০৭ ওয়েবসাইটঃ https://jamuna-resort-hotel.business.site/
এলেঙ্গা রিসোর্ট, টাঙ্গাইল (রেটিং ৬/১০)

খরচ কেমনঃ কটেজ ও রুমের মানভেদে রাত্রিযাপনের জন্য খরচ হবে ৩,৫০০-১২,০০০ টাকা পর্যন্ত। এছাড়া কর্পোরেট অনুষ্ঠানের জন্য ভাড়া ৬,৫০০-৩০,০০০ টাকা পর্যন্ত। কিভাবে যাবেনঃ ঢাকার গাবতলী থেকে টাঙ্গাইলগামী যে কোন বাসে চড়ে নেমে যাবেন এলেঙ্গায়। এলেঙ্গা মোড় থেকে একটু বামে গেলেই পেয়ে যাবেন এলেঙ্গা রিসোর্ট। ফোনঃ +৮৮০১৮১৯৪১০০৬২ ওয়েবসাইটঃ http://www.elengaresort.com
রয়েল রিসোর্ট, টাঙ্গাইল (রেটিং ৫/১০)

কিভাবে যাবেনঃ ঢাকার গাবতলী থেকে টাঙ্গাইলগামী যে কোন বাসে চড়ে নেমে যাবেন এলেঙ্গায়। সেখান থেকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক ধরে কালিহাতী, মধুপুর পার হয়ে ধনবাড়ী বাস স্টপেজে থামবেন। বাস স্টপেজ থেকে হাতের ডানে আধা কিলোমিটার এগোলেই রয়েল রিসোর্টে। কেমন খরচঃ এখানে বাংলো, কটেজ, নবাব প্যালেস ও ভিলা এই চার ধরণের ভবনে থাকার ব্যবস্থা আছে। এগুলোতে থাকতে ২,৫০০-৭,০০০ টাকা খরচ হবে। ফোনঃ ০১৯১১৯৫৬৩৫৭,০১৭৪৯৪১৯৯৪০ ওয়েবসাইটঃ http://www.royalresortholidays.com/
সোনারগাঁ রয়েল রিসোর্ট, মুন্সিগঞ্জ (রেটিং ৬/১০)

কিভাবে যাবেনঃ ঢাকার গুলিস্তান থেকে প্রতিদিন সোনারগাঁর উদ্দেশ্যে অসংখ্য বাস ছেড়ে যায়। বাসযোগে মোগড়াপাড়া বাসস্ট্যান্ড নেমে যাবেন। সেখান থেকে সিএনজি অটোরিকশা বা রিকশাযোগে সরাসরি যেতে পারবেন সোনারগাঁ রিসোর্টে। কেমন খরচঃ ডিলাক্স থেকে সেমি সুইট পর্যন্ত বিভিন্ন মানের রুমের ভাড়া ৮,০৫০-১৩,৮০০ টাকা পর্যন্ত। প্রতিটি রুমে থাকবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তবে অন্যান্য খাবারের বিল আলাদা দিতে হবে। ফোনঃ ০১৭০৯৩৭১৬৮০, ০১৭০৯৩৭১৬৮১ ওয়েবসাইটঃ http://sonargaonroyalresort.com/
সায়রা গার্ডেন রিসোর্ট, নারায়ণগঞ্জ (রেটিং ৬/১০)

কিভাবে যাবেনঃ ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ বা মেঘনাগামী যে কোন বাসে চড়ে নেমে যাবেন মদনপুর বাস স্ট্যান্ডে। মদনপুর থেকে হাতের বামে মাত্র এক কিলোমিটার গেলেই পেয়ে যাবেন সায়রা গার্ডেন রিসোর্ট। কেমন খরচঃ রাত্রিযাপনের জন্য মানভেদে কটেজ ও রুমের খরচ পড়বে ৪,৫০০-১১,০০০ টাকা পর্যন্ত। কনফারেন্স হলের ভাড়া ৭০,০০০ টাকা। ফোনঃ +০৮৮০১৭৪৬ ০৮০৮৫৬, +৮৮০১৭৮৭ ৬৯৬৫২৮ ওয়েবসাইটঃ http://shairagardenresorts.com/
শাহ মেরিন রিসোর্ট, ঢাকা (রেটিং ৬/১০)
কিভাবে যাবেনঃ ঢাকা থেকে গাবতলী হয়ে সাভার মানিকগঞ্জ মহাসড়ক ধরে এগিয়ে গিয়ে সিঙ্গাইর ব্রিজ নেমে যাবেন। ব্রিজ থেকে নেমে হাতের বামের সড়কে ধলেশ্বরী নদীর পাড় ধরে প্রায় ২ কিলোমিটার গেলেই শাহ মেরিন রিসোর্ট। খরচ কেমনঃ এই রিসোর্টে রাত কাটানোর জন্য ৬ ধরণের রুমের ভাড়া ৫,৫০০-১৫,৫০০ টাকা পর্যন্ত। ফোনঃ ০১৬১২৩১৮০০৯,০১৯১৯৩১৮০০৯ ওয়েব সাইটঃ www.shahmarineresort.com
হেরিটেজ রিসোর্ট এন্ড স্পা, নরসিংদী (রেটিং ৭/১০)

কিভাবে যাবেনঃ ঢাকার গুলিস্তান বা মহাখালী থেকে নরসিংদিগামী যে কোন বাসে চড়ে সরাসরি যেতে পারবেন হেরিটেজ রিসোর্টে। নরসিংদীর কাছাকাছি ড্রিম হলিডে পার্কের একটু আগেই হেরিটেজ রিসোর্ট। কেমন খরচঃ রাতে থাকার জন্য তালতলা ভিলেজের ভাড়া ৬,৬৬৬ টাকা, ভিলার ভাড়া ৮,৮৮৮ টাকা এবং ওয়াটার কটেজের ভাড়া ১১,১১১ টাকা। ফোনঃ +৮৮০১৪০৪৪০৪৮৫৩, +৮৮০১৪০৪৪০৪৮৫৪ ওয়েবসাইটঃ http://www.heritageresortbd.com/