ক্যাম্পিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে তাবু। একটি সঠিক ও মানসম্পন্ন তাবু ক্যাম্পিং করার আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুণ। তবে আমরা অনেকেই বাজারে তাবু কিনতে গিয়ে দ্বিধায় পড়ে যাই কোন ধরণের তাবু কিনব। অনেকসময় দোকানদারের কথায় প্রভাবিত হয়ে বেশি দাম দিয়ে অপ্রয়জনীয় তাবু কিনে নিয়ে আসি, যার কারণে পরে বিপত্তিতে পড়তে হয়। প্রথমেই চিন্তা করুন কোন ধরণের আবহাওয়ায় এবং কোন স্থানে ক্যাম্পিং করতে চান। আপনি কি একাই তাবুতে থাকবেন, নাকি বন্ধু-পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থাও থাকবে।
আবহাওয়াকে ভিত্তি করে দুই ধরণের তাবু পাওয়া যায়। একটা হালকা তাবু, অন্যটি হেভি ডিউটি তাবু।
Three Season Tent বা হালকা তাবু
তুলনামূলকভাবে নাতিশীতোষ্ণ অঞ্চলের জন্য যে ধরণের তাবু পাওয়া যায় সেগুলো আমাদের দেশে জনপ্রিয়। এ ধরণের তাবু ওজনে হালকা এবং এগুলোতে বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত নেট-প্যানেল দেয়া থাকে, যার ফলে মশা ও পোকামাকড় ঢুকতে পারে না। এ তাবুগুলো হালকা ঝড়-বৃষ্টি ও বাতাস সহ্য করতে পারে। তবে ভারি বর্ষণ ও ঝড়ো আবহাওয়ার জন্য এগুলো তেমন উপযুক্ত নয়।
Four Season Tent বা হেভি ডিউটি তাবু
এ ধরণের তাবু চরম ভাবাপন্ন আবহাওয়া যেমন ভারি ঝড়, তুষারপাত, উঁচু পাহাড়ি এলাকা ও মরুভূমিতে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়। এই তাবুগুলি ভারি কাপড় ও শক্তপোক্ত কাঠামো দিয়ে তৈরি করা হয়। বাংলাদেশের আবহাওয়ার জন্য এ ধরণের তাবু তেমন প্রয়োজন হয় না। এ ধরণের তাবুর ওজন তুলনামূলক বেশি হয়। তবে যারা নিয়মিত ক্যাম্পিং করেন বা দীর্ঘ সময়ের জন্য ক্যাম্পিং করতে চান তারা এ ধরণের তাবু পছন্দ করতে পারেন।
আবার ভ্রমণের মেয়াদ, ক্যাম্পিং করার স্থান, আবহাওয়া ও কাজের সুবিধার জন্য নানা ধরণের তাবু পাওয়া যায়। তার মধ্যে যেগুলো জনপ্রিয় তেমন কিছু তাবুর সুবিধা-অসুবিধা উল্লেখ করছি।
১। ডোম বা গম্বুজাকৃতির তাবু

আমাদের দেশে এই ধরণের তাঁবুগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এ ধরণের তাবুর দুটি খুঁটি থাকে যা একে অপরকে ক্রস করে চার কোণের দিকে বেঁকে যায়। উপাদানগুলির থেকে অতিরিক্ত সুরক্ষার জন্য একটি বৃষ্টিপাত খুঁটির উপরে থাকে। ডোম তাবু সেটআপ করা সহজ এবং মাঝের উঁচু থাকার ফলে তাবুর ভেতরে চলাচল করা বেশ সহজ। বৃষ্টির পানি নিষ্কাশনের ভালো সুবিধা থাকে এগুলোতে। কিছু ডোম তাবুগুলির দরজার সামনে একটি ভ্যাসিবিউল থাকে যা ময়লা জুতা ও অন্যান্য গিয়ার শুকনো ও বাইরে রাখার জন্য পাপোষ হিসাবে ব্যবহার করা যায়। তবে ডোম তাবু ঝড়ো বাতাস বা তীব্র ঠাণ্ডার জন্য তেমন উপযুক্ত নয়।
২। A-ফ্রেম বা ওয়েজ তাবু

এ ধরণের তাবু দেখতে অনেকটা ইংরেজি বর্ণ A-এর মত দেখতে। একসময় এগুলো বেশ জনপ্রিয় ছিল। একসময় যুদ্ধক্ষেত্রে এ ধরণের তাবু প্রচুর ব্যবহৃত হত। এগুলো সেটআপ করা সহজ, ঝড়ো বাতাসেও নড়ে না এবং বৃষ্টির পানি সহজে নেমে যায়। ভেতরে চলাচল করা যায় সহজে। তবে এ ধরণের তাবু বেশ ভারি ও অনেক জায়গা দখল করে।
৩। মাল্টি-রুম তাবু

আপনি যদি পরিবার বা বন্ধুদের নিয়ে ক্যাম্পিং করতে চান তাহলে আপনার জন্য মাল্টি-রুম তাবু হতে পারে আদর্শ। এ ধরণের তাবুতে কয়েকটি রুম থাকে। যার ফলে একাধিক মানুষের থাকার পাশাপাশি প্রচুর জিনিসপত্র রাখা যায়। প্রতিটি রুমের মাঝে সেপারেটর থাকে, যার কারণে প্রাইভেসিও রক্ষা করা যায়। মাল্টি-রুম তাবুতে দুই থেকে পাঁচটি পর্যন্ত রুম থাকতে পারে। এ তাবুগুলো যেহেতু আকারে বড় হয় তাই ওজনেও ভারি হয়। একজন মানুষের পক্ষে এই তাবু স্থাপন বেশ কষ্টসাধ্য। তাছাড়া মাল্টি-রুম তাবু ঝড়ো বাতাসের জন্য তেমন যুতসই নয়।
৪। ব্যাকপ্যাকিং তাবু

আপনি যদি ট্র্যাকিং করতে চান বা দীর্ঘ পথ ভ্রমণ করতে চান এবং প্রতিদিনই আপনাকে ক্যাম্পিং করার স্থান বদলাতে হয় তাহলে আপনার নিশ্চয়ই এমন তাবু চাই, যা সহজেই আপনার ব্যাকপ্যাকে বহন করা যাবে। হ্যাঁ, এমন সুবিধার জন্যই এ ধরণের তাবুর নাম ব্যাকপ্যাকিং তাবু। এই তাবুগুলো সব ধরণের আবহাওয়া উপযোগী করে তৈরি করা হয়। এগুলো আকারে ছোট, হালকা ও অত্যন্ত টেকসই হয়। এগুলো সাধারণত একজন বা দুজনের ধারণক্ষমতার আকারে তৈরি করা হয়।
৫। জিওডেসিক তাবু

জিওডেসিক তাবু ডোম তাবুরই পরবর্তী সংস্করণ। এ ধরণের তাবু অনেকটা বহুভুজী ডোমের মত দেখতে। এ তাবুগুলো অত্যন্ত স্থিতিশীল ও সেলফ সাপোর্টিং। যারা চরম ভাবাপন্ন আবহাওয়ায় ক্যাম্পিং করতে চান তাদের জন্য এই তাবুগুলো উপযুক্ত। তবে এগুলো আকারে বড় এবং ওজনে ভারি। তাই বহন ও স্থাপন করা কষ্টসাধ্য।
৬। পপ-আপ তাবু

পপ-আপ তাবু সাম্প্রতি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। এই তাবুগুলি মাত্র কয়েক সেকেন্ডে স্থাপন করা যায় বলে এর নাম পপ-আপ তাবু। এগুলি ওজনে হালকা, সুপার সুবিধাজনক এবং দ্রুত সেটআপ করার জন্য উপযুক্ত। সাধারণ আবহাওয়ায়, পার্টি বা উৎসবে এ ধরণের তাবু ব্যবহার করা যায়। ভারি বৃষ্টিপাত, বাতাস ও উত্তপ্ত রোদের জন্য উপযুক্ত না এই তাবুগুলো।
৭। টানেল তাবু

টানেল তাবু ডোম তাবুর চেয়ে বেশ খানিকটা লম্বা। তাই এগুলো দেখতে টানেলের মত মনে হয়। টানেল তাবুতে সারি দিয়ে ৩-৬টি খুঁটি দেয়া থাকে। ওজনে হালকা এ তাবুগুলো পারিবারিক ক্যাম্পিং করার জন্য বেশ উপযুক্ত। তবে টানেল তাবু ঝড়ো বাতাসের জন্য উপযুক্ত নয়।
৮। টিপী (TeePee) তাবু

আদিবাসীদের আবাসস্থলের অনুকরণে এ ধরণের তাবু ডিজাইন করা হয়েছে। মাঝে একটি খুঁটিকে কেন্দ্র করে চারদিকে আরও কিছু খুঁটি দিয়ে এই তাবু স্থাপন করা হয়। যা দেখতে অনেকটা অর্ধখোলা ছাতার মত মনে হয়। এ তাবুগুলো স্থাপন করা সহজ হলেও ওজনে বেশ ভারি হয়ে থাকে। সাধারণ ক্যাম্পিং করার জন্য এগুলো তেমন জনপ্রিয় নয়।
৯। ইনফ্ল্যাটেবল তাবু

ইনফ্ল্যাটেবল বা বাতাসে ফলানো তাবু এখনো তেমন জনপ্রিয় হয়নি। এ ধরণের তাবু সাধারণত বেশ বড় আকৃতির হয়। একজন মানুষই সহজে এই তাবু স্থাপন করতে পারে। এধরণের তাবুর সাথে একটি পাম্পিং মেশিন থাকে, যার সাহায্যে তাবুটি ফোলানো হয়। বাতাসে ফোলানো তাবুটি ধরে রাখার জন্য থাকে এলুমিনিয়াম বা প্লাস্টিকের খুঁটি। গ্রুপ ক্যাম্পিং ও উৎসবের জন্য এসব তাবু বেশি ব্যবহৃত হয়। তবে এগুলো জঙ্গলে বা পাহাড়ে ক্যাম্পিং করার জন্য একেবারেই উপযুক্ত নয়।
ক্যাম্পিং করতে গিয়ে তাবু নিয়ে বিড়ম্বনায় পড়েছেন এমন মানুষের সংখ্যা কম নয়। তাই আগে আপনার প্রয়োজন, আবহাওয়া ও ওজন বিবেচনা করুন। তারপর তাবু কিনুন।