
এই রিসোর্টের অন্য নাম ব্রিসা মেরিনা সিবিসি রিসোর্ট। এটি চট্টগ্রামে একটি আন্তর্জাতিক মানের চার তারকা রিসোর্ট, যার মূল প্রতিষ্ঠান চট্টগ্রাম বোট ক্লাব। শাহ আমানত বিমানবন্দর থেকে মাত্র ১০ মিনিটের দূরতে এই ক্লাবের আছে একটি পর্যটন জাহাজও। আকর্ষণীয় ও মনোরম পরিবেশে সাজানো এই রিসোর্ট আপনার পারিবারিক ও প্রাতিষ্ঠানিক যে কোন অনুষ্ঠানের জন্য হতে পারে আদর্শ। রিসোর্টের রুমে বসেই দেখতে পাবেন কর্ণফুলী নদী ও সাগরের বাণিজ্যিক জাহাজের চলাচল। নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বলে চট্টগ্রাম বোট ক্লাব রিসোর্ট এর নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো।
কি কি পাবেন
এখানে রাতে থাকার জন্য আছে সুপার ডিলাক্স, এক্সিকিউটিভ সুইট ও মেরিনা সুইট নামে তিন ধরণের মোট ১৮টি রুম। সাথে আছে সুইমিং পুল, বার, কার্ড রুম, বল রুম ও বিলিয়ার্ড সেন্টার। চাইলে খেলতে পারবেন গলফও। রিসোর্টের রেস্টুরেন্টটি বেশ সুসজ্জিত ও আধুনিক। কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে কনফারেন্স হল, লাউঞ্জ ও কনভেশন হল ।
রিসোর্টের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর পর্যটন জাহাজ ওয়েস্টার্ন ক্রুজ। প্রায় ২০০ যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন এই জাহাজে নৌভ্রমণ করে কর্ণফুলীর সৌন্দর্য দেখার সুযোগ পাবেন আপনি। প্রতি সপ্তাহে শুক্র শনিবার বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত এই ক্রুজে ভ্রমণ করা যায়। এছাড়া আপনি চাইলে এই জাহাজেও সেমিনারসহ যে কোন অনুষ্ঠানও আয়োজন করতে পারবেন
কেমন খরচ
এখানে রাত্রিযাপনের জন্য ভাড়া সুপার ডিলাক্সে ১৩,৬০০ টাকা, এক্সিকিউটিভ সুইটে ১৫,২০০ টাকা ও মেরিনা সুইটে ১৮,৪০০ টাকা। প্রতিটি রুমে কমপ্লিমেন্টারি হিসেবে পাবেন সকালের নাস্তা। এছাড়া জাহাজে নদী ভ্রমণ করতে চাইলে খরচ হবে ১০০০ টাকা।
কিভাবে যাবেন
ঢাকা থেকে সড়ক, রেল ও বিমান তিনভাবেই যেতে পারবেন চট্টগ্রামে।
সড়কপথেঃ ঢাকার কল্যাণপুর, ফকিরাপুল, কমলাপুর অথবা সায়দাবাদ থেকে দেশ, সোহাগ, সৌদিয়া, হানিফ সহ অসংখ্য বাস প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া ৪৫০-১,২৫০ টাকা পর্যন্ত। চট্টগ্রামের একে খান অথবা অলংকার মোড়ে নেমে সিএনজি বা ট্যাক্সি নিয়ে সরাসরি চলে যেতে পারবেন চট্টগ্রাম বোট ক্লাবে।
রেলপথেঃ ঢাকার কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে প্রতিদিন ঢাকা থেকে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি, মহানগর প্রভাতি, তূর্ণা নিশিথা সহ বেশ কিছু ট্রেন চট্টগ্রাম রুটে চলাচল করে। ট্রেনে যাওয়ার ক্ষেত্রে পূর্বেই শিডিউল জেনে নেবেন, এবং অগ্রিম টিকেট কেটে রাখবেন। এতে পরবর্তীতে বিড়ম্বনায় পড়বেন না। ভাড়াঃ শ্রেণিভেদে ৮০ থেকে ১০৯৩ টাকা। ভিজিট করুন বাংলাদেশ রেলওয়ের সাইটে সময়সূচী এবং ভাড়া সম্পর্কে জানতে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে সিএনজি বা ট্যাক্সি নিয়ে সরাসরি চলে যেতে পারবেন চট্টগ্রাম বোট ক্লাবে।
আকাশপথেঃ ঢাকা বা দেশের অন্যান্য অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে প্রতিদিন বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভোএয়ারের বেশ কিছু বিমান উড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে। ভাড়া পড়বে সময়ভেদে ২,৫০০-৬,০০০ টাকা পর্যন্ত। যতদিন আগে টিকিট কাটবেন তত সাশ্রয় হবে। শাহ আমানত বিমানবন্দর থেকে মাত্র ২ কিলোমিটার দূরেই চট্টগ্রাম বোট ক্লাব।
ফোনঃ +৮৮০১৭৮৩ ৮৭১ ৮২০, (০৩১) ২৫০২৩৬৪-৫, ওয়েবসাইটঃ www.brisamarinabd.com/