
ফয়’স লেক বাংলাদেশের সবচেয়ে বড় এমিউজমেন্ট কমপ্লেক্স। এটি চট্টগ্রামের আইকনিক নিদর্শন। এই লেক ১৯২৪ সালে আসাম-বেঙ্গল রেলওয়ে কোম্পানির তত্ত্বাবধায়নে প্রায় ৩৩৬ একর জমির উপর খনন করা হয়। পরে ২০০৫ সালে ফয়’স লেকের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে গড়ে তোলা হয় আধুনিক অ্যামিউজমেন্ট পার্ক ও রিসোর্ট। লেকের বিভিন্ন অংশের নামকরণ করা হয় অরুনাময়ী, গোধূলী, আকাশমনি, মন্দাকিনী, দক্ষিনী, অলকানন্দা নামে। ফয়’স লেকের মূল আকর্ষণ নিঃসন্দেহে লেকের সৌন্দর্য ও তার পার্শ্ববর্তী পাহাড়। ফয়স লেকের আশেপাশের মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে প্রতি বছর দেশি বিদেশি বহু মানুষ ছুটে আসেন।
কি কি পাবেন
এখানে পাবেন পাহাড়ে ঘেরা লেক, নৌকা, প্যাডেল বোট, ফ্লোটিং ওয়াটার ফ্লো, পাইরেট শিপ, ঐতিহ্যবাহী সাম্পান ভ্রমণ ও মাছ ধরার সুযোগ। এছাড়াও আছে ল্যান্ডস্কেপিং, ওয়েভ পুল সার্কাস সুইং, বাম্পার কার, বাম্পার বোট, ফ্যামিলি রোলার কোস্টার, জায়ান্ট ফেরিস হুইল, ড্রাই স্লাইড সহ নানা রাইড। এখানকার ওয়াটার থিম পার্ক সী-ওয়ার্ল্ডে আছে স্প্ল্যাশ পুল, ওয়াটার কোস্টার রাইডসহ আধুনিক ওয়াটার পার্কের বিভিন্ন রাইড আপনাকে ও আপনার শিশুকে দেবে সীমাহীন আনন্দ। রাত্রিযাপনের জন্য পাহাড়ের কোলে লেকের ধারে তৈরি করা হয়েছে বেশ কিছু কটেজ।
এছাড়াও ফয়’স লেকের পাশেই আছে চট্টগ্রামের চিড়িয়াখানা। চাইলে ঘুরতে যেতে পারেন সেখানেও।
কেমন খরচ
ফয়’স লেকে শুধুমাত্র প্রবেশমূল্য ৩০০ টাকা। প্রবেশসহ সব রাইডের প্রবেশমূল্য ৪০০ টাকা এবং সী-ওয়ার্ল্ডের প্রবেশ মূল্য ৬০০ টাকা। তিন ফুটের চেয়ে কম উচ্চতার শিশুদের প্রবেশ মূল্য লাগে না। ফয়’স লেকের রিসোর্ট ও কটেজের মানভেদে ভাড়া ২,০০০-১১,০০০ টাকা পর্যন্ত।
কিভাবে যাবেন
ঢাকা থেকে সড়ক, রেল ও বিমান তিনভাবেই যেতে পারবেন চট্টগ্রামে।
সড়কপথেঃ ঢাকার কল্যাণপুর, ফকিরাপুল, কমলাপুর অথবা সায়দাবাদ থেকে দেশ, সোহাগ, সৌদিয়া, হানিফ সহ অসংখ্য বাস প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া ৪৫০-১,২৫০ টাকা পর্যন্ত। চট্টগ্রামের একে খান অথবা অলংকার মোড়ে নেমে সিএনজি বা ট্যাক্সি নিয়ে সরাসরি চলে যেতে পারবেন ফয়’স লেকে।
রেলপথেঃ ঢাকার কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে প্রতিদিন ঢাকা থেকে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি, মহানগর প্রভাতি, তূর্ণা নিশিথা সহ বেশ কিছু ট্রেন চট্টগ্রাম রুটে চলাচল করে। ট্রেনে যাওয়ার ক্ষেত্রে পূর্বেই শিডিউল জেনে নেবেন, এবং অগ্রিম টিকেট কেটে রাখবেন। এতে পরবর্তীতে বিড়ম্বনায় পড়বেন না। ভাড়াঃ শ্রেণিভেদে ৮০ থেকে ১০৯৩ টাকা। ভিজিট করুন বাংলাদেশ রেলওয়ের সাইটে সময়সূচী এবং ভাড়া সম্পর্কে জানতে।
আকাশপথেঃ ঢাকা বা দেশের অন্যান্য অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে প্রতিদিন বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভোএয়ারের বেশ কিছু বিমান উড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে। ভাড়া পড়বে সময়ভেদে ২,৫০০-৬,০০০ টাকা পর্যন্ত। যতদিন আগে টিকিট কাটবেন তত সাশ্রয় হবে।
ফোনঃ +৮৮০১৯১৩৫৩১৫৫৪-৫, +৮৮০১৯১৩৫৩১৪৮০, ওয়েবসাইটঃ www.foyslake.com
আরও দেখুনঃ চট্টগ্রাম বোট ক্লাব রিসোর্ট