
বাংলাদেশের রিসোর্টগুলোর মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কক্সবাজার ইনানী বিচের মারমেইড ইকো রিসোর্ট । ইনানীর রেজু খাল সংলগ্ন পেঁচারদ্বীপের এই রিসোর্টটি তৈরি ও পরিচালনায় ব্যবহার হয় পরিবেশ সম্মত ও প্রাকৃতিক বিভিন্ন উপাদান। প্রকৃতি ও আধুনিকতার সুন্দর সমন্বয় করেছে মারমেইড। বাঁশ, কাঠ ও ছনের তৈরি কটেজগুলো একেকটি যেন শান্তির নীড়। ইট-পাথরের দালানের অভ্যস্ততা থেকে ছুটি নিয়ে অবকাশের কয়েকটি দিন এমন বাঁশ-ছনের কুটিরে থেকে গ্রামীণ জীবনের স্বাদ নিতে পারেন আপনি। মারমেইড রিসোর্টের সামনেই আদিগন্ত সমুদ্র; ঘর থেকে বেরিয়েই যার দেখা পাবেন আপনি। এছাড়া এখানকার খাবারেও আছে বৈচিত্র্য। লাবনী বা কলাতলী বিচ ও সংলগ্ন হোটেল-রিসোর্টের অতিরিক্ত কোলাহল এড়িয়ে যারা নিরিবিলি প্রকৃতি ও সাগরের সৌন্দর্য উপভোগ করতে চান তারা চলে যেতে পারেন মারমেইড ইকো রিসোর্টে।
কি কি পাবেন
রিসোর্টে প্রায় ৩০টি কটেজ আছে । কটেজের দরজা জানালাগুলো তৈরি করা হয়েছে স্বাভাবিকের চেয়ে বড় আকারে, যেন অতিথিরা সমুদ্র থেকে আসা নির্মল বাতাস উপভোগ করতে পারেন। বেশ পরিপাটি ও সাজানো প্রতিটি কটেজের ভেতরে রয়েছে আধুনিক সকল সুবিধা। আছে বারবিকিউ, হিল ট্র্যাকিং ও সার্ফিং করার সুযোগ। এছাড়াও এখানে রয়েছে ইয়োগা সেন্টার, সুইমিং পুল, ইনডোর-আউটডোর বিভিন্ন খেলার সুবিধা, স্পা, নৌ-ভ্রমণ ব্যবস্থা, কনফারেন্স রুম ও মিনি থিয়েটার।
কেমন খরচ
মারমেইড ইকো রিসোর্টে মোট চার ধরণের কটেজ আছে। এক বেডরুমের ওয়াটার বাংলোর ভাড়া ৫,০০০ টাকা। এক বেডরুমের স্টুডিও ভিলার ভাড়া ৮,০০০ টাকা। এক বেডরুমের ভিলার ভাড়া ১১,০০০ টাকা। কাপলদের জন্য রয়েছে বিভিন্ন প্যাকেজ সুবিধা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ও অন্যান্য সুবিধাসহ এসব প্যাকেজের খরচ পড়বে প্রতি রাতে ৬,৫০০-১৮,৯৭৫ টাকা পর্যন্ত।
কিভাবে যাবেন
ঢাকা থেকে সড়ক, রেল ও বিমান তিনভাবেই যেতে পারবেন কক্সবাজারে।
সড়কপথেঃ ঢাকার কল্যাণপুর, ফকিরাপুল, কমলাপুর অথবা সায়দাবাদ থেকে দেশ, সোহাগ, সৌদিয়া, হানিফ সহ অসংখ্য বাস প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া ৭০০-১,৫০০ টাকা পর্যন্ত। কক্সবাজার নেমে রিসোর্টের গাড়ি বা সিএনজিতে সরাসরি ইনানী বিচে গেলেই পেয়ে যাবেন রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা।
রেলপথেঃ ঢাকার কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে প্রতিদিন ঢাকা থেকে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি, মহানগর প্রভাতি, তূর্ণা নিশিথা সহ বেশ কিছু ট্রেন চট্টগ্রাম রুটে চলাচল করে। ট্রেনে যাওয়ার ক্ষেত্রে পূর্বেই শিডিউল জেনে নেবেন, এবং অগ্রিম টিকেট কেটে রাখবেন। এতে পরবর্তীতে বিড়ম্বনায় পড়বেন না। ভাড়াঃ শ্রেণিভেদে ৮০ থেকে ১০৯৩ টাকা। ভিজিট করুন বাংলাদেশ রেলওয়ের সাইটে সময়সূচী এবং ভাড়া সম্পর্কে জানতে। চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন এখনো চালু হয়নি। তাই এখান থেকে বাসে কিংবা বিমানে কক্সবাজার যেতে পারেন।
আকাশপথেঃ ঢাকা বা দেশের অন্যান্য অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে প্রতিদিন বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভোএয়ারের বেশ কিছু বিমান উড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। ভাড়া পড়বে সময়ভেদে ৩,০০০-৭,০০০ টাকা পর্যন্ত। যতদিন আগে টিকিট কাটবেন তত সাশ্রয় হবে।
কক্সবাজার শহর বা যে কোন বিচ থেকে মেরিন ড্রাইভ ধরে পেঁচার দ্বীপ নামলেই পেয়ে যাবেন মারমেইড ইকো রিসোর্ট।
ফোনঃ +৮৮০১৮৪১৪১৬৪৬৪-৯ ওয়েবসাইটঃ www.mermaidecoresort.com
আরও দেখুনঃ রয়েল টিউলিপ রিসোর্ট