
রয়েল টিউলিপ রিসোর্ট কক্সবাজারের ইনানী বিচের একটি আন্তর্জাতিক মানের পাঁচ তারকা রিসোর্ট। স্থাপত্য, আধুনিকতা ও অভিজাত্যের মিশেলে স্থাপিত এই রিসোর্টটি কার্যক্রম শুরু করে ২০১৫ সালে। এই রিসোর্টে অতিথিদের অবকাশ ও বিনোদনের জন্য সব রকমের ব্যবস্থা রেখেছে। বিলাসবহুল রয়েল টিউলিপ থেকে আপনি সরাসরি বঙ্গোপসাগরের প্যানোরমিক ভিউ দেখতে পাবেন।
কি কি পাবেন
হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্টটিতে থাকার জন্য রয়েছে ৪৯৩ টি কক্ষ। নব দম্পতিদের জন্য আছে বিলাসবহুল হানিমুন স্যুইট। আছে ইনফিনিটি পুল, জিম, জাকুজ্জি, কিডস জোন, ইনডোর-আউটডোর গেমের সুবিধা। রয়েল টিউলিপে আছে আন্তর্জাতিক মানের বার, কফি শপ, রেস্টুরেন্ট থ্রিডি মুভি হল, পুলসাইড এম্ফিথিয়েটার, স্পা ও নিজস্ব বিচ। পাবেন স্পীডবোট রাইডিং ও প্যারাগ্লাইডিং করারও সুবিধা। তাছাড়া যে কোন কর্পোরেট অনুষ্ঠান আয়োজনের জন্য আছে সব রকমের ব্যবস্থা।
কেমন খরচ
রয়েল টিউলিপ রিসোর্টে মোট নয় ধরণের ৪৯৩ টি রুম আছে। এগুলো আবার হিল ভিউ ও সী ভিউ নামে আলাদা ভাগে ভাগ করা হয়েছে। প্রেসিডেন্সিয়াল সুইট ছাড়া অন্যান্য রুমের ভাড়া সিজনভেদে ৬,৬০০-১৯,২০০ টাকা পর্যন্ত। ভাড়া সংক্রান্ত বিস্তারিত দেখুন এখানে।
কিভাবে যাবেন
ঢাকা থেকে সড়ক, রেল ও বিমান তিনভাবেই যেতে পারবেন কক্সবাজারে।
সড়কপথেঃ ঢাকার কল্যাণপুর, ফকিরাপুল, কমলাপুর অথবা সায়দাবাদ থেকে দেশ, সোহাগ, সৌদিয়া, হানিফ সহ অসংখ্য বাস প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া ৭০০-১,৫০০ টাকা পর্যন্ত। কক্সবাজার নেমে রিসোর্টের গাড়ি বা সিএনজিতে সরাসরি ইনানী বিচে গেলেই পেয়ে যাবেন রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা।
রেলপথেঃ ঢাকার কমলাপুর বা বিমানবন্দর স্টেশন থেকে প্রতিদিন ঢাকা থেকে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি, মহানগর প্রভাতি, তূর্ণা নিশিথা সহ বেশ কিছু ট্রেন চট্টগ্রাম রুটে চলাচল করে। ট্রেনে যাওয়ার ক্ষেত্রে পূর্বেই শিডিউল জেনে নেবেন, এবং অগ্রিম টিকেট কেটে রাখবেন। এতে পরবর্তীতে বিড়ম্বনায় পড়বেন না। ভাড়াঃ শ্রেণিভেদে ৮০ থেকে ১০৯৩ টাকা। ভিজিট করুন বাংলাদেশ রেলওয়ের সাইটে সময়সূচী এবং ভাড়া সম্পর্কে জানতে। চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন এখনো চালু হয়নি। তাই এখান থেকে বাসে কিংবা বিমানে কক্সবাজার যেতে পারেন।
আকাশপথেঃ ঢাকা বা দেশের অন্যান্য অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে প্রতিদিন বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভোএয়ারের বেশ কিছু বিমান উড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। ভাড়া পড়বে সময়ভেদে ৩,০০০-৭,০০০ টাকা পর্যন্ত। যতদিন আগে টিকিট কাটবেন তত সাশ্রয় হবে। কক্সবাজার বিমানবন্দর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা। এক্ষেত্রে রিসোর্টের গাড়ি বা সিএনজিতে চলে যেতে পারেন রিসোর্টে।
ফোনঃ +৮৮০৩৪১৫২৬৬৬-৮০, +৮৮০১৮৪৪০১৬০০০১ ফেসবুক পেজঃ https://www.facebook.com/royaltulipcoxsbazar/?ref=br_rs, ওয়েবসাইটঃ http://seapearlcoxsbazar.com/