
নাজিমগড় রিসোর্ট সিলেটের একটি উল্লেখযোগ্য রিসোর্ট। প্রায় পাঁচ একর জায়গার ওপর নির্মিত রিসোর্টটিতে রয়েছে রাত যাপন ও বিনোদনের সকল সুযোগ-সুবিধা। রিসোর্টে বসেই দেখতে পাবেন সারি সারি পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য।
কি কি পাবেন
এই রিসোর্টে মোট ১৫টি কটেজ আছে। পাশাপাশি রয়েচ্ছে পিকনিক স্পট ও খেলার জায়গা। যারা ক্যাম্পিং করতে চান তাদের জন্যও আলাদা ক্যাম্পিং স্পট রয়েছে। আছে ট্র্যাকিং ও সাইক্লিং করার ব্যবস্থাও। রিসোর্টের রেস্টুরেন্টে পাবেন নানা পদের দেশি-বিদেশি খাবার। রিসোর্টের কাছেই জাফলং পর্যটনকেন্দ্র অবস্থিত। তাই চাইলে সহজেই সেখান থেকে ঘুরে আসতে পারেন। পারিবারিক ট্যুরের পাশাপাশি কর্পোরেট অনুষ্ঠানের জন্য রয়েছে সেমিনার হলসহ সব ধরণের আয়োজন।
কেমন খরচ
রিসোর্টের ডিলাক্স রুমের ভাড়া পড়বে ১১,৫০০ টাকা, এক্সিকিউটিভ রুম ১২,৫০০ টাকা, এক্সিকিউটিভ প্লাস ১৪,৫০০ টাকা, লাক্সারি স্যুইট ১৯,০০০ টাকা এবং ইবনে বতুতা প্রেসিডেন্সিয়াল স্যুইটের ভাড়া ২৩,০০০ টাকা প্রতি রাত।
কিভাবে যাবেন
সিলেট শহর থেকে মাত্র ১৫ মিনিটের ড্রাইভে চলে যাওয়া যায় নাজিমগড় রিসোর্টে। ঢাকা-সিলেট মহাসড়ক (তামাবিল সড়ক) ধরে খাদিমনগর জাতীয় উদ্যানের কাছেই কল্লগ্রাম এলাকায় নাজিমগড় রিসোর্ট অবস্থিত। ব্যক্তিগত গাড়ি ছাড়াও বাস বা সিএনজি চালিত অটোরিকশায় চড়েও রিসোর্টে চলে যেতে পারবেন।
যোগাযোগ
০১৭১২০২৭৭২২, ০১৭১২৪৯৫৭৯১ http://www.nazimgarh.com/
আরও ভিজিট করুনঃ টাঙ্গুয়ার হাওড়ে দুই দিনের নৌকা ভ্রমণ