
ক্যাম্পিং বা স্কাউটিং করতে গেলেই রশির ব্যবহার কম-বেশি থাকেই। বিশেষ করে তাবু টানানো, জিনিসপত্র বাঁধাই করা, ট্র্যাকিং, হাইকিং এসব ক্ষেত্রে রশি বা দড়ির ব্যবহার করতেই হয়। কিন্তু আমরা অনেকেই ভাল গিঁট বা গেরো দিতে পারি না বলে রশির ব্যবহার বিফলেই যায় না শুধু এতে ভোগান্তিও বাড়ে। কখনো কখনো ভুল গিঁটের কারণে জীবনহানি পর্যন্ত হতে পারে। ক্যাম্পিং ও স্কাউটিং গিঁট বা গেরো দিতে শেখা সেজন্য খুব গুরুত্বপূর্ণ।
আমাদের দেশে সাধারণত স্কাউটে বিভিন্ন ধরণের গিঁটের প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। তবে এসব গিঁট ক্যাম্পিং বা ভ্রমণেও কাজে লাগে। তাই দেখে নিন স্কাউটে ও ক্যাম্পিং-এ বহুল ব্যবহৃত কিছু গিঁট বা গেরোর বর্ণনা ও কৌশল।
১। ডাক্তারি গেরো (Square Knot)

দুটি একই মাপের মোটা রশির প্রান্ত জোড়া দেয়ার জন্য এ ধরণের গিঁট ব্যবহৃত হয়। উভয় হাতে চলমান অংশ এমনভাবে ধরতে হবে যাতে সামনে সামনে বাড়তি থাকে। এবার বাম হাতের প্রান্ত ডান হাতের উপর রেখে ডান হাত দিয়ে প্রান্তকে নিচের রশিতে ডানদিকে একটি প্যাচ দিয়ে উঠিয়ে বাম হাতের প্রান্তের উপর ডান প্রান্ত দিয়ে পূর্বের মত প্যাচ দিলেই হয়ে যায় ডাক্তারী গেরো।
২। বড়শী গেরো (Clove Hitch)

যে কোন রশির প্রান্তকে কোন খুঁটির সাথে বাঁধতে এই গেরোর জুড়ি নেই। ডান হাতে চলমান প্রান্ত ধরে ঘড়ির কাটার উল্টা দিকে দন্ডে পেচ দিয়ে স্থির অংশের নিচে দিয়ে এনে আবার উপর দিয়ে পেচিয়ে রানিং পার্টের মাথা সামনে এনে স্থির অংশের উপর দিয়ে ঐ রানিং পার্টের লুপের ভিতর পরিয়ে দিলে তৈরি হয় বড়শী গেরো।
৩। পাল গেরো (Sheet Band)

একটি চিকন রশির সাথে একটি মোটা রশিকে জোড়া দেয়ার জন্য এই গেরো দেয়া হয়। এটিও ডাক্তারি গেরোর অনুরূপ একটি গেরো।
৪। জীবন রক্ষাকারী গেরো (Bowline)

উদ্ধার কাজ সম্পন্ন করার জন্য, বিশেষ করে রোগীকে ওপর থেকে নিচে নামাবার বা নিচ থেকে ওপরে তোলা বা পানি থেকে টেনে বা আগুন থেকে উদ্ধারের জন্য এ গেরো বেশি ব্যবহৃত হয় বলে এর নাম জীবন রক্ষাকারী গেরো।
৫। গুড়ি টানা গেরো (Timblar Hitch)

গাছের গুঁড়ি বা খুঁটি স্থানান্তর করতে এ ধরণের গিঁট ব্যবহৃত হয়। এক বা একাধিক দন্ডের সাথে অতি সহজে এ পদ্ধতিতে রশি বাঁধা ও খোলা যায়। এ গিঁটে রশি টানার সাথে সাথে বাঁধন শক্ত হতে থাকে।
একটি দড়ির চলমান প্রান্ত ডান হাতে ধরে দন্ড/দন্ডগুলোকে ঘড়ির কাটার উল্টো দিকে একটি পেচ দিয়ে স্থির অংশের নিচ দিয়ে এনে তার উপর দিয়ে চলমান প্রান্তকে বিপরীত দিকে নিয়ে নিজ দড়ির সংগে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৫-৭ বার প্যাচ দিয়ে এ গেরো দেয়া হয়।
আরও বেশ কিছু ক্যাম্পিং ও স্কাউটিং গিঁট বা গেরো রয়েছে যেগুলো সম্পর্কে ধারাবাহিক আলোচনা করা হবে।
ছবি কৃতজ্ঞতাঃ Animated Knots
আরও দেখুনঃ ক্যাম্পিং টিপস