
শ্রীমঙ্গল শহরের বেশ কাছেই বাংলাদেশ চা বোর্ডের এই রিসোর্টটি অত্যন্ত নিরিবিলি পরিবেশে প্রায় ২৫ একর জায়গা নিয়ে ব্রিটিশ আমলে স্থাপিত হয়েছিল শ্রীমঙ্গল টি রিসোর্ট ও জাদুঘর, মৌলভীবাজার। রিসোর্টের পাশাপাশি এখানে একটি জাদুঘরও আছে। শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এ রিসোর্টে আছে সব ধরণের সুযোগ-সুবিধা।
রিসোর্টের রেঁস্তোরাগুলো তাজা ও সৃজনশীল স্বাদের উপর জোর দিয়ে স্থানীয় এশিয়ান ও আন্তর্জাতিক কুইজিন খাবার তৈরী করে থাকে। শ্রীমঙ্গল টি রিসোর্ট ও জাদুঘর থেকে খুব সহজেই আপনি স্থানীয় মণিপুরি গ্রাম, খাসিয়া পুঞ্জি, মাধবপুর লেক, চা বাগান, মাধবকুণ্ড জলপ্রপাত ও লাউয়াছড়া উদ্যান দেখতে যেতে পারবেন।
কি কি পাবেন
এখানে বাংলোর সংখ্যা ১৪টি। ১২টি কটেজ ২ বেড রুমের এবং দুটি কটেজ ৩ বেড রুমের। প্রতিটি কটেজেই রয়েছে এসিসহ আধুনিক সকল সুবিধা।
পর্যটকদের বিনোদনের জন্য রিসোর্টে লং টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট এবং সুইমিং পুল আছে। রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে রয়েছে উন্নত মানের খাবারের ব্যবস্থা।
কেমন খরচ
রাত্রি যাপনের জন্য রিসোর্টের বাংলোগুলোর ভাড়া ২,০০০ থেকে ৮,০০০ টাকা পর্যন্ত। এছাড়া বাংলাদেশ টি বোর্ডে আবেদন সাপেক্ষে রিসোর্টটি পিকনিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্যও ভাড়া নেয়া যায়।
ভাড়া সংক্রান্ত বিস্তারিত জানতে বাংলাদেশ টি বোর্ডের ওয়েবসাইট দেখতে পারেন।
কিভাবে যাবেন
ঢাকা থেকে শ্রীমঙ্গলে যাবার সবচেয়ে সহজ ও সাশ্রয়ী মাধ্যম হল রেল। ঢাকার কমলাপুর স্টেশন থেকে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, ও উপবন এক্সপ্রেস ট্রেনে চড়েও সহজে চলে যেতে পারবেন শ্রীমঙ্গলে। ভাড়া ২৬০-৪০০ টাকা পর্যন্ত।
এছাড়া ঢাকা থেকে সড়ক পথেও সরাসরি শ্রীমঙ্গল যাওয়া যায়। ঢাকার ফকিরাপুল ও সায়দাবাদ থেকে প্রতিদিন হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, এনা পরিবহন, সিলেট পরিবহন ইত্যাদি পরিবহনের নন এসি অসংখ্য বাস শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া পড়বে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।
শ্রীমঙ্গল শহর থেকে অটোরিকশা কিংবা সিএনজিতে চড়ে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন টি রিসোর্টে।
আরও ভিজিট করুনঃ নাজিমগড় রিসোর্ট