
চা বাগান আর রাবার বাগানের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে অবস্থিত আমতলী নেচার রিসোর্ট শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর রিসোর্টগুলির একটি। এটি আমতলী চা বাগানের নিজস্ব রিসোর্ট হলেও সাধারণ অতিথিদের জন্য উন্মুক্ত। রিসোর্টের নিরিবিলি পরিবেশ আর আধুনিক সুবিধা আপনাকে আকর্ষণ করবেই।
কি কি পবেন
রিসোর্টে রাত যাপনের জন্য রয়েছে ২টি বাংলো। রিসোর্টে শিশুদের খেলাধুলার জন্য রয়েছে আলাদা জায়গা। রিসোর্টের চা বিক্রয়কেন্দ্র থেকে কিনে নিতে পারেন তাদের নিজস্ব বাগানে উৎপাদিত চা। চাইলে যে কোন সময় ঘুরে আসতে পারেন আশেপাশের চা ও রাবার বাগান। এছাড়াও রিসোর্টের নিজস্ব গাইডকে সঙ্গে নিয়ে ট্র্যাকিং ও বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে পারবেন।
রিসোর্টের কাছেই আছে সীতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কা বিল রেমা কালেঙ্গা অভয়ারণ্য, সাতছড়ি ও লাউয়াছড়া উদ্যান। স্বল্প সময়ে এসব স্থানেও ঘুরে আসতে পারেন। ঘোরাঘুরি করার জন্য রয়েছে রিসোর্টের নিজস্ব গাড়ির ব্যবস্থা।
কেমন খরচ
রিসোর্টের ২টি বাংলোতে থাকতে চাইলে ভাড়া পড়বে ৫,৫০০ থেকে ৮,৫০০ টাকা। প্রতিটি বাংলোতে ৫-৬ জন থাকতে পারবেন। এছাড়া খাবারের জন্য আলাদা মূল্য দিতে হবে।
কিভাবে যাবেন
ঢাকা থেকে শ্রীমঙ্গলে যাবার সবচেয়ে সহজ ও সাশ্রয়ী মাধ্যম হল রেল। ঢাকার কমলাপুর স্টেশন থেকে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, ও উপবন এক্সপ্রেস ট্রেনে চড়েও সহজে চলে যেতে পারবেন শ্রীমঙ্গলে। ভাড়া ২৬০-৪০০ টাকা পর্যন্ত।
এছাড়া ঢাকা থেকে সড়ক পথেও সরাসরি শ্রীমঙ্গল যাওয়া যায়। ঢাকার ফকিরাপুল ও সায়দাবাদ থেকে প্রতিদিন হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, এনা পরিবহন, সিলেট পরিবহন ইত্যাদি পরিবহনের নন এসি অসংখ্য বাস শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া পড়বে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
ফোনঃ ০১৭১৩-১৭৭ ৭৬৬, ওয়েবসাইট, ফেসবুক পেজ
আরও দেখুনঃ