গোলাপ গ্রামে এক বেলার ট্যুর

golap-gram-dhaka-wonderful-bangladesh

ঢাকা শহরের কাছে ঘোরাঘুরির জায়গা খুঁজে বের করা বেশ কঠিন। প্রকৃতির কোলে একটুখানি নির্মল নিঃশ্বাস নেয়ার স্থান এখন নগরায়নের চাপে সংকুচিত হয়ে যাচ্ছে দিনদিন। তবুও ঢাকার একেবারে কাছেই বেশ কিছু জায়গায় এখনো গ্রামের আবহ পাওয়া যায়। তেমনি একটি দর্শনীয় স্থান সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রাম। সকালে বা বিকেলে গোলাপ গ্রামে এক বেলার ট্যুর দিয়েই আবার ফিরে আসতে পারবেন শহরে।

মূলত গ্রামের নাম সাদুল্লাপুর। তবে পুরো গ্রামজুড়ে গোলাপের শত শত বাণিজ্যিক বাগান থাকায় এর নাম হয়ে গেছে গোলাপ গ্রাম। গোলাপ গ্রাম হলেও এখানে বাণিজ্যিক ভিত্তিতে অন্যান্য ফুলের চাষও হয়ে থাকে। সবচেয়ে বেশি ফুল দেখা যায় ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফুলের চাহিদার একটি বড় অংশের যোগান দেয় এই গোলাপ গ্রাম।

চাইলে পরিবারের সবাইকে নিয়ে ফুলের সমারোহে একটি বেলা কাটিয়ে আবার ঢাকায় ফিরতে পারবেন সহজেই। মিরপুর থেকে বাসে/রিকশায় এক ঘণ্টারও কম সময়ে পৌঁছে যেতে পারবেন গোলাপ গ্রামে।   

কিভাবে যাবেন

ঢাকার যে কোন স্থান থেকে সরাসরি মিরপুর-১ এসে বেঙ্গল বা বেড়িবাঁধ হয়ে গামী যে কোন বাসে চেপে নেমে যাবেন বিরুলিয়া ব্রিজের সামনে। সেখান থেকে রিকশা বা অটো নিয়ে সরাসরি সাদুল্লাপুরে চলে যেতে পারবেন।

এছাড়া বটতলা ঘাট (বোটানিক্যাল গার্ডেনের পশ্চিমের গেট) থেকেও শ্যালো ইঞ্জিনের বিভিন্ন নৌকা ১০ মিনিট পরপর সাদুল্লাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। সময় লাগবে ৩০-৪০ মিনিট। যাওয়ার জন্য শ্যালো নৌকার ভাড়া পড়বে ২৫০ টাকা (৫-৬ জন উঠতে পারবেন), কোষা নৌকা ৩০০ টাকা এবং স্পিডবোট ৫০০ টাকা।

তবে বিরুলিয়া ব্রিজ হয়ে যাওয়াই সাদুল্লাহপুর যাওয়ার সব থেকে ভাল উপায়। এই পথে রাস্তার দুই পাশে গোলাপের ক্ষেত দেখতে দেখতে যাওয়া যায়। তবে যদি নৌকায় ভ্রমণের মজা নিতে চান তাহলে পানি পথে গেলেই মজা পাবেন বেশি।

সাদুল্লাপুর গিয়ে হেঁটে দেখতে পারেন গ্রাম। যেখানেই যাবেন দেখতে পাবেন গোলাপের বাগান। চাইলে রিক্সা নিয়েও ঘুরতে পারবেন।

বিরুলিয়া বাজার ও আশেপাশে খাওয়া-দাওয়ার জন্য অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এসব রেস্টুরেন্টে কম খরচে দেশি মাছ, তাজা শাক-সবজির তরকারি দিয়ে খাবার সেরে নিতে পারেন।

সন্ধ্যা ৬ টার পর এখানে নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। তাই নৌকায় ফিরতে চাইলে ৬টার আগেই ফিরুন। তবে বাস চলাচল করে গভীর রাত পর্যন্ত।

আরও দেখুনঃ প্রাচীন পানাম নগর