দুসাই রিসোর্ট এন্ড স্পা, মৌলভীবাজার

Dusai resort 2

মৌলভীবাজারের দুসাই রিসোর্ট একটি আন্তর্জাতিক মানের রিসোর্ট। এটি মৌলভীবাজার সদর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণে ঢাকা-মৌলভীবাজার সড়কের গিয়াসনগরে অবস্থিত। অর্থাৎ ঢাকা থেকে মৌলভীবাজার যেতে সাত কিলোমিটার আগেই পড়বে এই রিসোর্টটি। চারদিকে টিলা আর নীতেশ্বর হ্রদের কাছেই এই রিসোর্টটি পরিবার নিয়ে নিরিবিলি বেড়ানোর জন্য একটি আদর্শ স্থান। এছাড়া কর্পোরেট অনুষ্ঠানের জন্যও চাইলে ভাড়া নেয়া যায় রিসোর্টটি।

অত্যন্ত মনোরম পরিবেশে স্থাপিত এই রিসোর্টের ভবনগুলো স্থাপত্যশৈলীর জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেছে। রিসোর্ট কতৃপক্ষের দাবি এটি বাংলাদেশের একমাত্র পাঁচ তারকা মানের বুটিক ভিলা রিসোর্ট ও স্পা।

কি কি পাবেন

রিসোর্টে থাকার জন্য হোটেল ও ভিলা এই দুই ধরণের ব্যবস্থা রয়েছে। হোটেলে সুপেরিওর কিং রুমের ভাড়া প্রতিরাত ১৪ হাজার টাকার ও প্রিমিয়াম কিং ১৬ হাজার টাকা প্রতি রাত। ভিলাতে থাকতে চাইলে মানভেদে প্রতি রাতে খরচ হবে ১৮ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত। প্রতিটি রুম বা ভিলার জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টসহ পাঁচ তারকা মানের সকল সেবা পাওয়া যাবে। বিস্তারিত জানতে রিসোর্টের ঠিকানায় ক্লিক করতে পারেন।

রিসোর্টে কর্পোরেট অনুষ্ঠানের জন্য কনফারেন্স রুম, খেলাধুলা ও শরীরচর্চার জন্য টেনিস ও ব্যাটমিন্টন কোর্ট, সুইমিং পুল, স্পা, জিম, সাইকেল রাইডিং, ফিশিং-এর ব্যবস্থাও আছে। এছাড়াও শিশুদের জন্য কিডস জোন, গেম জোন রয়েছে রিসোর্টটিতে।

Dusai resort wonderful bd
দুসাই রিসোর্টের হানিমুন ভিলা
কিভাবে যাবেন

ঢাকা থেকে শ্রীমঙ্গলে যাবার সবচেয়ে সহজ ও সাশ্রয়ী মাধ্যম হল রেল। ঢাকার কমলাপুর স্টেশন থেকে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, ও উপবন এক্সপ্রেস ট্রেনে চড়েও সহজে চলে যেতে পারবেন শ্রীমঙ্গলে। ভাড়া ২৬০-৪০০ টাকা পর্যন্ত।

এছাড়া ঢাকা থেকে সড়ক পথেও সরাসরি শ্রীমঙ্গল যাওয়া যায়। ঢাকার ফকিরাপুল ও সায়দাবাদ থেকে প্রতিদিন হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, এনা পরিবহন, সিলেট পরিবহন ইত্যাদি পরিবহনের নন এসি অসংখ্য বাস শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া পড়বে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। শ্রীমঙ্গল শহর থেকে অটোরিকশা কিংবা সিএনজিতে চড়ে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন টি রিসোর্টে।